লাইফ স্কিল শেখানো কেন জরুরি?
এইতো গত দিন আমি আমাদের দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলেছিলাম। সেখানে একটি পয়েন্ট উঠে এসেছিল। সেটা হচ্ছে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করা। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন কিছু বিষয় বস্তু রয়েছে যেগুলো আসলে বাস্তবের সাথে কোনোভাবেই মিলে না। অর্থাৎ বাস্তববাদী শিক্ষার সাথে সেই শিক্ষার তেমন কোন একটা মিল নেই। তবে বাস্তববাদী শিক্ষা গ্রহণের জন্য এবং যুগের সাথে তাল মিলানোর জন্য নিজেদেরকে কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে।
বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগ চলছে। এমন সময় আমরা যদি পিছিয়ে পড়ি তাহলে কিন্তু সেই দায়ভার আমাদের নিজেকেদেরকেই নিতে হবে। বর্তমানে প্রযুক্তির কল্যাণে প্রত্যেক জনের হাতে হাতেই মোবাইল ফোন রয়েছে কম্পিউটার রয়েছে। সেই মোবাইল ফোন এবং কম্পিউটারকে ব্যবহার করে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করা যায়। বিশেষ করে আপনি যেই বিষয়ে আগ্রহী সেই বিষয়ে আপনি নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন।
বর্তমানে চাকরির বাজার অনেকটাই খারাপ। এতে করে নিজে থেকে উদ্যোক্তা হওয়াটাও মোটেও সহজ বিষয় নয়। তাইতো আপনি যত নিজেকে তৈরি করবেন নিজের বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করবেন, এটা আপনার ভবিষ্যতের জন্য অনেকটা কাজে দিবে এবং অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অবসর সময় বসে না থেকে আপনারা বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আবার বিভিন্ন জায়গায় এটা ফ্রিতেও পাওয়া যায়। বিশেষ করে বর্তমানে শেখার সবথেকে গুরুত্বপূর্ণ এবং খুব কার্যকরী পদ্ধতি হচ্ছে ইউটিউব। ইউটিউবের মাঝে আপনি অনেকগুলো কোর্স ফ্রীতেই পেয়ে যাবেন এবং সেই কোর্সগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন।