প্রথম ভালোবাসা


light-bulb-5831252_1920.jpg

Source

আবেগ এবং ভালোবাসার মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। যেটা হয়তো প্রথম অবস্থায় আমরা বুঝে উঠতে পারি না। কাউকে প্রথম দেখাতেই ভালো লাগলে সেটা হয়তো আবেগের বহির্বিশন হতে পারে। তবে কোন এক মানুষকে যদি আপনি সত্যি কারের অর্থে ভালোবাসেন তাহলে তার জীবনে আপনার একটি গুররুত্ব থাকবে। সবকিছুতেই আপনাকে সে গুরুত্ব দেবে এবং তাকে আপনার জীবনের একটি অংশ হিসেবে সে বিবেচনা করবেন।

ছোটবেলায় আবেগের বশে অনেকেই ভালো লেগেছিল তাদের সেগুলো সত্যিকার অর্থে ভালোবাসা ছিল না। তবে আমি একটা মেয়েকে সত্যিকার অর্থেই ভালবাসতাম। সেই মেয়ের সাথে সর্বপ্রথম দেখা হয় ক্লাস এইটে এবং তখন থেকেই আমাদের প্রেম এবং ভালোবাসা চলমান ঠিলো। একে করে বহুটা বছর একসাথে কাটিয়েছি। কিন্তু দুঃখের বিষয় শেষ পর্যন্ত এসে আমরা একে অপরের হতে পারেনি। এটা একটি ব্যর্থতা বলা যেতে পারে। আমি তবে আমি এটাও বিশ্বাস করি আল্লাহ তা'আলা যা আমাদের কপালে রেখেছেন তাই হবে।

তবে হ্যাঁ সত্যিকারের যে ভালোবাসা, প্রথম যে ভালোবাসা সেটা কখনোই ভোলার মত নয়। কোন এক মহান ব্যক্তি একটি ঠিক কথাই বলেছিল প্রথম ভালোবাসা কখনোই ভোলা সম্ভব নয়। সেই একটি পরিস্থিতির মধ্যেই বর্তমানে আমি রয়েছি। জানিনা এই থেকে বের হতে পারব কিনা। কিংবা আমার যে সিচুয়েশন বা পরিস্থিতি রয়েছে সেই বিষয়গুলো অন্য কাউকে বোঝাতে পারবো কিনা। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  

@ritzy-writer, your post beautifully captures the nuanced difference between fleeting infatuation and true, enduring love. The poignant reflection on your first love, the joy of shared years, and the acceptance of an outcome not meant to be, resonates deeply. Your honesty about still grappling with the situation makes it even more relatable and touching.

The sentiment that first love is unforgettable is a universal truth, and you've expressed it with such sincerity. Thank you for sharing this personal and heartfelt story. It's a reminder that even in heartbreak, there's beauty in the memories and growth. I'm sure many can relate to your experience. Keep writing and sharing your perspective! Your voice is valuable.