সম্পর্কের অবহেলা ও তার মূল্য
একটি সম্পর্ক টিকে থাকে সেই সম্পর্কের ভালোবাসার প্রতি এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিশ্বাস। একটি বিশ্বাসের প্রতি পুরো একটি সম্পর্ক টিকে থাকে। সেই বিশ্বাসে যেন কোন সন্দেহ না থাকে কোন ধরনের দ্বিমুখ প্রতিক্রিয়া না থাকে তাহলে সেই সম্পর্ক আজীবন অমৃত লাভ করতে পারে। কিন্তু বর্তমানে আমাদের সমাজে এ ধরনের সম্পর্ক খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। বর্তমানে প্রত্যেকেই নিজ নিজ ইগো নিয়ে পড়ে থাকে।
যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে অবশ্যই ত্যাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিটি বিষয়ে যে আমার অনুকূলে হবে তা কিন্তু নয়। প্রত্যেকটি সিদ্ধান্তই যে সঠিক হবে সেই বিষয়টিও নয়। তাই আপনার পার্টনারের সাথে পরামর্শ করে সেই বিষয়গুলোকে ভালোভাবে সলভ করা উচিত। কিন্তু বর্তমানে আমাদের মতের অমিলের কারণে ভালো ভালো সম্পর্ক গুলো সেই ধ্বংস হয়ে যাচ্ছে। সম্পর্ক বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই একে অপরের মনের অবস্থা বুঝতে হবে এবং একে অপরের মনকে বুঝতে পারতে হবে।
ছোট ছোট বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, পরবর্তীতে ঝগড়া এবং দিনশেষে এমন একটি পর্যায়ে গিয়ে বিচ্ছেদে পৌঁছায়। যেখানে সম্পর্কের সমাপ্তি হয়। এই বিষয়গুলো আমাদের সমাজে প্রায় প্রত্যেকটি জায়গায় দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা যদি একটু সচেতন হই, একটু অবহেলা কমিয়ে দেই তাহলে কিন্তু এই বিষয়গুলো ঘটে না। বরঞ্চ তাদের মধ্যে ভালোবাসা আরও বৃদ্ধি পায়। তবে হ্যাঁ, সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাউকে না কাউকে তো স্যালেন্ডার করতেই হবে। দুজনেই যদি জেদ নিয়ে পড়ে থাকে তাহলে সেই সম্পর্ক বিচ্ছেদ ছাড়া আর কিছুই হতে পারে না। সম্পর্ক টিকিয়ে রাখার মানেই হচ্ছে ভালোবাসা এবং একে অপরের প্রতি অঘাত বিশ্বাস।