দিনের পর দিন
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আশেপাশে যেমন অনেক ভালো মানুষ রয়েছে। ঠিক একই ভাবে আমাদের আশেপাশে অনেক খারাপ মানুষ রয়েছে এবং খারাপ মানুষকে যে আমি আজকে আমার লেখার মাধ্যমে সাপোর্ট করছি, ব্যাপারটি একেবারেই তা নয়। কারণ যারা খারাপ কাজ করে, যারা খারাপ মানুষ তারা বরাবরই আমার চোখে যেমন খারাপ, সমাজের চোখেও খারাপ। অর্থাৎ আমি এখানে খারাপকে কোনোভাবেই নরমালাইজ করার চেষ্টা করছি না। তাই আশা করছি আমার লেখার কেউ ভুল মানে বের করবেন না।
আমি আসলে এখানে যেটা বুঝাতে চাইছি। সেটা হলো, একটা মানুষ আসলে একেবারেই যে খারাপ হয়ে যায় তা নয়। অর্থাৎ কিছু কিছু মানুষ রয়েছে যারা দিনের পর দিন কষ্ট পেতে পেতে এরপরে অমানুষ এর রূপ নেয়। অর্থাৎ সে একদিনে অমানুষে তৈরি হয় না, সে ধীরে ধীরে আস্তে আস্তে মানুষের কাছ থেকে কষ্ট পেতে পেতে এরপরে অমানুষ এ তৈরি হয়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে অনেক বাচ্চা ছোটবেলা থেকে আসলে অনেক কষ্ট সইতে সইতে অর্থাৎ অনেক নির্যাতন মেনে নিতে নিতে একটা সময় ওই বাচ্চা আর ভালো কোনো কিছু মেনে নেয় না।
কারণ হলো তাকে আসলে তার বাবা-মা এমন ভাবে কষ্ট দিয়েছে, এমন ভাবে মানুষ করেছে যে সে এর পরে আর কোনো কিছু মেনে নিচ্ছে না। অর্থাৎ এই যে আমাদের সমাজে এতো এতো অমানুষ। সকলেই কিন্তু আসলেই খারাপ তা নয়। অর্থাৎ তারা খারাপ এর স্বীকার হতে হতেই কিন্তু খারাপ হয়ে যায়, অমানুষ হয়ে যায়। তাই আমার মনে হয় আমাদের সমাজ ব্যবস্থা অন্তত এমন করা উচিত নয় যাতে আমরা অমানুষ তৈরি করি।
@ritzy-writer, the raw honesty and empathy shining through your words are truly captivating! Your post about how people can become "inhuman" after enduring hardship resonated deeply. It's a powerful reminder that we need to look beyond surface-level judgments and understand the circumstances that shape individuals.
I appreciate your courage in tackling such a sensitive topic and encouraging thoughtful reflection on societal factors that contribute to negativity. The call for a society that avoids creating "inhuman" individuals is compelling. Thank you for sharing your insightful perspective! I'm eager to read the comments and see how others connect with your message. Keep writing and sparking these vital conversations!