তরুণ উদ্যোক্তাদের জন্য কিছু কথা


women-3443852_1920.jpg

Source

বর্তমানে দেশের অবস্থা ভালো নয়। যেখানে বেকার যুবক প্রতিনিয়তই আমাদের দেশের বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে এই বেকার যুবকেরা যদি উদ্যোক্তা হয় সেক্ষেত্রে তাদের নিজের ভরণ পোষণ তারা নিজেই চালাতে পারবে এবং তাদের পরিবারকে দেখাশোনা করতে পারবে, তবে এই উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের বাধা-বিপত্তি সামনে আসে। তবে একটি কথা আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই যেই কাজে বাধা নেই সেই কাজের সফল হওয়াটাও কোন মজা নেই।

জীবনের সফল হতে গেলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। যদি কোন বিষয়ে আমরা সাকসেস হতে না পারি তাহলে অধ্যাবসায়ের মাধ্যমে প্রতিনিয়তই সেই কাজকে ইম্প্রুভ করে যেতে হবে, কোন না কোন একদিন অবশ্যই আমরা সেই কাজে সফলতা পাব। তবে উদ্যোগ গ্রহণ করার জন্য বিশেষ কিছু অবস্থার প্রয়োজন। যেমন অর্থনৈতিকেরও কিছু বিষয় বস্তু রয়েছে এর বাহির ও কিন্তু এমন কিছু উদ্যোক্তামূলক কাজ রয়েছে যেগুলোতে আমরা কম পুঁজিতে বেশি লাভজনক ব্যবসা করতে পারব। কিন্তু ওই যে গ্রাজুয়েট করে আমরা ছোট কোন কাজ করতে চাই না।

সর্বপ্রথমে নিজের লাজ লজ্জা কে ত্যাগ করতে হবে। যখন আপনি উদ্যোগ গ্রহণ করেছেন তখন আপনার মাথায় শুধুমাত্র আপনার ব্যবসা কে কিভাবে উন্নত করা যায় সেই বিষয় চিন্তাভাবনা করতে হবে। আপনি কোন কাজকে ছোট করে দেখতে পারবেন না বরঞ্চ আপনি যেই কাজ করছেন না কেন সেই কাজকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং সেই কাজটা যত ছোটই হোক না কেন। বিশ্ব ইতিহাসের যতগুলো বড় বড় কোম্পানি রয়েছে সেসব কোম্পানিগুলোর ইতিহাস পড়লেই আমি কি বলতে চাচ্ছি সেটা আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন, ধন্যবাদ সকলকে।

ABB.gif