অভাব সময়ের
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার কাছে মনে হয় প্রতিটি মানুষ বড্ড অভাবী। আর এখানে আমি একেবারেই টাকা পয়সা কিংবা বস্তুগত কোনো জিনিসের কথা বলছি না। কারণ বস্তুগত কোনো জিনিসের কথা যদি বলতে চাই। তাহলে সেখানেও দেখা যাবে যে আমরা সকলে অভাবী।কারণ প্রতিটি বড়লোক কিংবা ধনী, শিল্পপতি যা-ই বলি না কেনো।তাদের জীবনে দেখবেন কোনো না কোনো কিছু না কিনতে পারার একটি আফসোস রয়েছে। অর্থাৎ আমার তো মনে হয় পৃথিবীর যে সবচেয়ে ধনী লোক তারও কোনো কিছু না কিনতে পারার আফসোস রয়েছে। তাই বস্তুগত দিকে আর যাচ্ছি না।
কিন্তু আমার কাছে মনে হয় যে, আমাদের সত্যিই সময়ের খুব অভাব। কারণ এই যে সময়ের কারণেই আমরা আসলে অনেক কিছুই করে উঠতে পারি না। হয়তো সময়ের কারণে প্রিয় মানুষকে সময় দিয়ে হয়ে উঠে না। অর্থাৎ সবমিলিয়ে বলা চলে যে সবকিছুর অভাব পূরণ করা গেলেও। আমাদের যেনো একটা সময়ের অভাব থেকেই যায়। আর মানুষের যে সবচেয়ে বড় সময় এর অভাব থাকে। এটার কারণেই আমার কাছে মনে হয় যে মানুষ বড়ই অভাবী।
আসলে আমার কাছে মাঝেমধ্যে এটাও মনে হয় যে মানুষের শুধু যে সময়ের অভাব, তা নয়। মানুষের আসলে সদিচ্ছার অভাবে মানুষ অভাবি হয়ে যায়। কারণ ওই সময়টাকে আমরা যদি সত্যিই ভালোভাবে কাজে লাগাতে পারতাম। তাহলে কিন্তু আমরা ওই যে ওই অভাবটা আর বোধ করতাম না। কিন্তু আমরা আসলে আমরা আমাদের সময় নষ্ট করে এবং এর পরে আমরা হ্যা হুতাশ করি ওই চলে যাওয়া সময়ের জন্য। কিন্তু এটা আমরা ভুলে যাই যে, আর যা ই ফিরে আসুক না কেনো। সময় কখনোই ফিরে আসবে না।