স্বার্থের খেলা শেষে, অভ্যর্থনায় আমি কেবল 'পর'
সমাজে একটি কথিত কথা রয়েছে আপনি যার সাথেই মিশবেন না কেন যাকেই আপনি সাহায্য করবেন না কেন পরক্ষণে সেই ব্যক্তি কিন্তু আপনাকে অনেক বড় ক্ষতি করবে ও অনেক বড় একটি ক্ষতির কারণ হবে। হয়তো সবার ক্ষেত্রে এটা নাও করতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই এসব কিছু ঘটে থাকে এবং এর জন্যই এই কথাগুলো প্রচলন ঘটেছে। জীবনে আপনি যাকে সাহায্য করবেন না কেন একটি মনোভাব রাখতে হবে সে যদি আপনার ক্ষতি করবে। তাহলে যেন আপনি কষ্ট না পান কারণ এই মনোভাব নিয়ে যদি আমরা চলতে না পারি তাহলে আদর ভবিষ্যতে আমাদের জন্য অন্ধকার নেমে আসবে।
বর্তমানে এই পৃথিবীটা হচ্ছে স্বার্থের পৃথিবীর। স্বার্থ ছাড়া কেউ কাউকে সময় দেয় না, কেউ কারো সাথে কথা বলে না কারো সাথে ঘুরতে যায় না। প্রত্যেকটা বিষয়ে পেছনেই বর্তমানে স্বার্থ লুকিয়ে রয়েছে। এই বিষয়গুলো হয়তো আমরা প্রথমত বুঝতে পারি না কিন্তু পরবর্তীতে সময় যাওয়ার সাথে সাথে সেই বিষয়গুলো অনুধাবন করতে পারি। কিন্তু যখন আমরা এই বিষয়গুলো অনুধাবন করি তখন বড্ড লেট হয়ে যায়। তখন স্বার্থ এর কে নিয়ে সবাই পরে থাকে, আর আমাদেরকে পর করে দেয়।
জীবনে যা কিছু করবেন না কেন নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাসই থাকতে হবে। কারণ নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে অন্যের প্রতি বিশ্বাস করে বারবার ধোঁকা খেতে হবে। এটাই পৃথিবীর বাস্তবতা সত্য কথা। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।