জীবনের মরীচিকা


landscape-3126424_1920.jpg

Source

মরীচিকা বলতে আমরা কি বুঝি? যে বিষয়টা আমাদের সামনে নেই, কিন্তু আমরা মনে করি সেই বিষয়টা হয়তো আমাদের সামনেই রয়েছে এবং অনেক ভালো একটি সুযোগ আমাদের সামনে রয়েছে। কিন্তু যখন আমরা সেই সুযোগের কাছে যাই তখন যে দেখি সেই জায়গাটা মরুভূমির মত, কোন কিছুই নেই। শুধুমাত্র বালু আর বালু। সেই বিষয়গুলোকেই বলা হয় মরীচিকা এবং আমাদের জীবনে এ ধরনের অনেকগুলো মরীচিকা সম্মুখীন হতে হয়। মাঝে মাঝে মনে হয় আমাদের জীবনে হয়তো আমরা সবকিছু এচিভ করে ফেলেছি আবার পরক্ষণে মনে হয় আমরা যেসব চিন্তা না করেছিলাম সবকিছুই ছিল ভুল।

জীবনে কনফিডেন্ট থাকা ভালো আত্মবিশ্বাসী থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্ট কিংবা মাত্রা অতিরিক্ত আশাবাদী কিংবা নিজের উপর ভরসা করাটাও একটা বোকামি। আমরা অনেকেই বলে থাকি আমি নিজের উপর বিশ্বাস করি অন্য কারো উপরে বিশ্বাস করি না। সে ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে ভালো কিছু করতে পারবেন না। কারণ জীবনে বেঁচে থাকতে গেলে সামনের দিকে এগিয়ে যেতে হলে কাউকে তো বিশ্বাস আপনাকে করতেই হবে। বিশ্বাসের উপরেই এই সম্পূর্ণ পৃথিবী চলছে এটা আপনাকে মানতেই হবে।

জীবনে উত্থান এবং পতন দুটোই হবে কিন্তু এর মাঝে আমাদের পার্থক্য গড়ে তুলতে হবে। এর মাঝে আমাদের মানুষ চিনতে হবে। এর মাঝে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। তাই জীবনের মরীচিকা কিংবা হঠাৎ কোনো ধরনের সুযোগকে সুযোগ বলে চিন্তা ভাবনা করার আগে সেই বিষয়ে ভালোভাবে চিন্তাভাবনা করে নেবেন। সেই বিষয়টা আসলে কি আপনার এবং আপনার পরিবারের জন্য সঠিক কিনা। আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ।

ABB.gif