অন্যের দোষে নজর বেশি
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
প্রতিনিয়ত যে ব্যাপারগুলো সম্মুখীন হই।সেই ব্যাপারগুলো নিয়ে লেখালেখি করতে আমার বরাবরই ভালো লাগে।তো আজকে লেখাটিও ঠিক তেমন বলা চলে। অর্থাৎ একটা ব্যাপার আমি ব্যাপার বেশিরভাগ সময় লক্ষ্য করেছি। সেটা হলো, কিছু মানুষ রয়েছে অর্থাৎ আমি অবশ্যই সকলের কথা বলছি না। তবে কিছু মানুষ রয়েছে, যারা সব সময় অন্যের দোষ খুঁজে বেরায়।
এখন অন্যের দোষ খুঁজে বেরায়, সেটা সমস্যা নয়। অর্থাৎ আমি সেটাকেও সমস্যা হিসেবে বলছি না। কিন্তু সমস্যা হলোচ কিছু মানুষ রয়েছে সব সময় নিজের দোষ না দেখে অন্যের দোষ খুঁজে বেরায়। আমি অবশ্যই তাদেরকে খুব বেশি অপছন্দ করি। যেমন ধরুন, একই ভুল কিংবা কোনো দোষ অন্য কেও না করে নিজে করে। তখন কিন্তু দেখবেন যে, সেটাকে কোনো দোষ কিংবা ভুল বলেই মনে করছে না। কিন্তু যখন ওই দোষটি কিংবা ওই কাজটি আপনি করলেন। তখন কিন্তু সেটাকে অনেক বড় করে দোষ হিসেবে দেখবে।
এই ধরনের মানুষগুলোকে আমার বিশেষ অপছন্দ। কিন্তু সমস্যার কথা হলো, ফ্রেন্ড গ্রুপের মধ্যেই এই ধরনের কিছু মানুষ রয়েছে। অর্থাৎ যারা সব সময় অপেক্ষা করে কি করে অন্যজনকে খোটা দেওয়া যায়। কিংবা দোষ ধরা যায়। যেখানে সেই কাজটি সে নিজেই প্রতিনিয়ত করতে থাকে। আসলে সব সময় নিজের মেজাজ ধরে রাখা সম্ভব হয় না। অর্থাৎ এই ধরনের কাজগুলো দেখলে চুপচাপ থাকা অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। তাই আমি যেটা করি, সেটা হলো মাঝে মধ্যে মুখের উপর দেখিয়ে ও দেই। আসলে কাজটি করতে ইচ্ছে করে না। কিন্তু ওই যে বললাম সব সময় মেজাজ একরকম থাকে না। আর আমার মনে হয় এই ধরনের মানুষদেরকে একটু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়াই উচিত। কারণ তারা নিজের দোষ কখনোই দেখে না। নিজের দোষ দেখে না। তো যেটা দেখেনা সেটা আলাদা ব্যাপার। কিন্তু সব সময় অন্যের দোষ খুঁজে বেড়ায় যেটা যথেষ্ট বিরক্তিকর।