মায়ের মতোন?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

পৃথিবীর সকল বড় বোন হয়তো মায়ের মতন হয় না। কিন্তু এটা আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে বেশিরভাগ বড় বোনেরা কিন্তু একেবারেই মায়ের মতন হয়। কারণ ওরা আসলে ছোট ভাইবোনদের একেবারে নিজের সন্তান এর মত মানুষ করে। আমি যদি আমার নিজের কথা বলি। আমার ক্ষেত্রেও একই। অর্থাৎ আমি বড় সন্তান। তো আমার ছোট আরও তিন ভাইবোন রয়েছে। আমি আপনাদেরকে লেখায় প্রকাশ করতে পারবো না যে, আমি আসলে আমার ভাই-বোনদের জন্য কতোটা স্যাক্রিফাইস করতে পারবো কিংবা করি। আসলে আমার এমন ও অনেক সময় হয় যে কোনো কিছু যদি শপিংও করতে যাই। তাহলে আমার নিজের জন্যে না কিনে আগে আমি ওদের জন্য কেনাকাটা করি। এমনকি এমনও অনেক বার হয়েছে যে আমি নিজের জন্য কেনাকাটা করতে গিয়েছি। কিন্তু সেটা না করে আমি তাদের জন্য শপিং করে বাসায় চলে এসেছি এবং এরপরে আমার মনে পরেছে যে আমি আমার নিজের প্রয়োজনে গিয়েছিলাম।

এগুলো কিন্তু আসলে কোনো ব্যাপার নয়। অর্থাৎ এগুলো আমাদের সুখকর মুহূর্ত বলেই আমি শেয়ার করছি এবং আমি মনে করি আমার চেয়েও বাকিরা আরো বেশি এই দিকে পারদর্শী। অর্থাৎ এই যে বড় বোন হিসেবে। কারণ আমি যেটা অনেক ভাবেই দেখেছি যে বড় বোনেদের দায়িত্ব অনেক বেশি থাকে। এবং তারা তাদের দায়িত্ব-কর্তব্য বরাবরই খুব ভালোভাবে পালন করার চেষ্টা করে। অর্থাৎ তার ভাইবোনদের প্রতি।

তাই আমার মনে হয় যার জীবনে একজন বড় বোন রয়েছে। সে আসলে অনেক বেশি সৌভাগ্যবান। কারণ ওই যে বললাম, পৃথিবীতে আসলে মায়ের মতোন ভালবাসার মানুষ খুব কম পাওয়া যায়। আর অন্তত তার মতন একজন মানুষ যদি আমাদের জীবনে থাকে। তাহলে আমার মনে হয় যে আমাদের জীবন অনেক অংশেই সহজ হয়ে যেতে পারে এবং সুন্দর হয়ে যেতে পারে। তাই যাদের বড় বোন রয়েছে। আমার এটাই বলার যে, উনাদের প্রতি অবশ্যই যত্নশীল থাকবেন।

ABB.gif