আজকের আমি কি কালকের চেয়ে ভালো?


quote-6587909_1920.jpg

Source

আমরা প্রত্যেকেই মানুষ এবং মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব-কর্তব্য রয়েছে। আমরা মানুষ জন্যই আমরা ভুল করি এবং সংশোধন করি কিন্তু। যেই মানুষেরা ইচ্ছাকৃতভাবে ভুল করে ইচ্ছাকৃতভাবে মানুষের ক্ষতি করে এ ধরনের মানুষকে আসলে আমরা খারাপ মানুষ বলেই চিনি। আমাদের সমাজের এরকম হাজার সংখ্যক মানুষ রয়েছে, যারা এভাবেই সমাজকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে।

আমাদের নিজেদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যেন আমাদের থেকে কোন মানুষের কোন ক্ষতি না হয়। এমনকি আমাদের জন্য কোন মানুষের যেন মনের মধ্যেও কোন ধরনের ব্যথা না পায়। এতটা নমনীয় এবং সুন্দর ব্যবহার আমাদের হতে হবে। এটা শুধুমাত্র যে পৃথিবীতে বসবাস করার জন্য তা কিন্তু নয় ইহকাল এবং পরকালের জন্য উভয়ই জরুরী। আমাদের ইসলাম ধর্ম এই বিষয়ে স্পষ্ট ভাবে জানানো হয়েছে এবং এখানে বিভিন্নভাবে বলা হয়েছে যে, আমরা যেন কোন মানুষকে কোন ধরনের কষ্ট না দেই।

আজকের আমি যদি কালকের থেকে ভালো হতে চাই তবে অবশ্যই আমাদের নিজস্ব ভুল ত্রুটিগুলো খুঁজে বের করতে হবে এবং সেই বিষয়ে সংশোধন করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা আমাদের নিজস্ব ভুল গুলো দেখতে পাই না। তখন আপনার জীবনসঙ্গিনী কিংবা কাছের কোন মানুষকে বলে রাখুন, আপনার কোন খারাপ দিক দেখলেই যেন তারা আপনাকে সতর্ক করে দেয়। এতে করে আমরা নিজেদের ভুলগুলো বুঝতে পারি এবং নিজেদের ভুলগুলো শোধরানো অনেক সহজ হয়।

ABB.gif