বিশ্বাসে ভরা হাতটা অনেক দামী
আজকের পোস্ট একটি অন্যরকম ভাবে শুরু করতে চাই। একটি প্রশ্ন দিয়েই আপনাদের কাছে শুরু করতে চাই। আপনার জীবনে কি এমন কোন মানুষ রয়েছে, যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন? যেই মানুষটা আপনার কখনোই কোনো ক্ষতি চাইবে না কিংবা ক্ষতি করবে না? আমার মনে হয় না এরকম মানুষ পৃথিবীতে এখনো বেঁচে আছে। হয়তো কিছু মানুষ রয়েছে কিন্তু তারপরও তাদের মধ্যে একটি স্বার্থের বিষয়ে বস্তু দেখতে পাওয়া যায়। ঠিক তেমনিভাবে আমি আমার জীবনে সেসব বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছি।
আপনি আপনার জীবনে যদি এরকম কোন বন্ধু কিংবা জীবনসঙ্গিনী পেয়ে থাকেন তাহলে তার হাতটা কখনোই ছেড়ে দেবেন না। কারণ সেই বিশ্বাস ভরা হাত অনেকটা অমূল্য সম্পদ। যেটা আপনি কোটি কোটি টাকা খরচ করেও কখনো অর্জন করতে পারবেন না। ভালবাসার বিশ্বাস এবং একে অপরের প্রতি ক্ষতি না করার মনোভাব এটা আসলে টাকা দিয়ে কেনা সম্ভব নয়। এটা আসে মন থেকে এবং মনের ভিতর থেকে, যেখান থেকে সে আপনাকে ভালোবাসে।
ব্যক্তিগতভাবে আমিও কিছু মানুষকে বিশ্বাস করেছিলাম। কিন্তু বিশ্বাসের বদলে শুধুমাত্র বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই পাইনি। এরপরে আমি নিজেকে বিশ্বাস করা শুরু করলাম এবং কে কি বলল না বলল এসব কিছুতে আর কখনোই কান দিইনি। আমি আমার কাজ অবিরাম গতিতে চালিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে সফলতার মূল মন্ত্র বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।