ভালোবাসার মধুরতা


ai-generated-9227230_1920.jpg

Source

ভালোবাসা এমন একটি বিষয় যেটা এমনি এমনি হয় না বরংচ এই দুটো মানুষের মধ্যে অঘাত বিশ্বাস এবং একে অপরকে পাওয়ার চেয়ে একটা প্রবণতা সেই বিষয়টাকেই বলে ভালোবাসা। ভালোবাসার সংজ্ঞা প্রত্যেকটা মানুষ পেতে বিভিন্ন হতে পারে। আমার কাছে যেটা মনে হলো সেটাই আপনাদের সাথে উপস্থাপন করলাম। ভালোবাসা এতটাই গভীরতার এবং এতটাই শক্তিশালী একটি বিষয় ভালোবাসার জন্য পৃথিবীতে মানুষ সবকিছু করতে পারে, যেমন বর্তমানে আমরা তাজমহল দেখছি।

যুগে যুগে অনেক মানুষেরাই ভালোবাসার জন্য এমন কিছু নিদর্শন তৈরি করে গেছে। যেগুলো আজও পৃথিবীর বুকে দাঁড়িয়ে রয়েছে। এ সকল উদাহরণ আমরা সকলেই জানি। ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায় এটা শুধুমাত্র একটি কথার কথা নয় বরং চোখ এই কথার মধ্যে রয়েছে ভালোবাসার অসম্ভব গভীরতার বিষয়বস্তু। আমার কাছে ভালোবাসা মানেই আমার পরিবার। আমার পরিবারের জন্য যে সব বিষয়গুলো ভালো হয়, তারা যেন ভালোভাবে এই সমাজে বিচরণ করতে পারে এর জন্য যে ব্যবস্থা করা দরকার তার নামেই আমার কাছে ভালোবাসা।

এই ভালবাসার বিষয়গুলো একটু আলাদা ধরনের হয়। যেটা রক্তের সম্পর্ক হতে পারে আবার রক্তের বাহিরে সম্পর্কও হতে পারে। এই ভালোবাসা এতটাই মধুরতর বিষয় যেটা আসলে মাঝে মধ্যে আমরা এক্সপ্লেইন করতে পারি না। এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। কিন্তু তারপরও সেই অনুভূতিগুলো আমরা কিন্তু অনুভব করি। সেই বিষয়গুলো আমরা প্রতিনিয়তই অনুভব করছি জন্যই একে অপরের প্রতি আমাদের এত বিশ্বাস জন্ম নেয়। একে অপরের প্রতি এতটা ভালোবাসা এবং শ্রদ্ধা জন্ম নেয়। এটাই হচ্ছে ভালোবাসার গভীরতা এবং ভালোবাসার মধুরতা।

ABB.gif