জীবনের লক্ষ্য


goal-2045924_1920.jpg

Source

আমরা মানুষ আমরা একটি সমাজে বসবাস করি একটি সমাজে বসবাস করতে গেলে কিছু লিখিত নিয়ম-কানুন রয়েছে, আবার কিছু অলিখিত নিয়ম কানুন রয়েছে। আমাদেরকে সব কিছুই মেনে সামনের দিকে এগিয়ে চলতে হবে। ছোটবেলা থেকেই আমরা পারিবারিক শিক্ষা গ্রহণ করে বড় হই, পরবর্তীতে এই স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের বিষয়ের উপর জ্ঞান লাভ করি।

প্রত্যেকটি মানুষের মধ্যেই একটি জীবনের লক্ষ্য থাকে, ছোটবেলা থেকেই আমরা কোনো না কোনো সেক্টরে আমাদের মনোনিবেশ ঘটে। সেই সেক্টরকে অনুকরণ করেই আমাদের জীবনের লক্ষ্য করা উচিত বলে মনে করি। মনে করুন আমি ভালো ফটো এডিটিং করতে পারি সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন আমার ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি।

জীবনে ভালো কিছু করতে গেলে সেই কাজের প্রতি ভালোবাসা থাকাটা অতীব জরুরী। সে কাজের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, যদি অনীহা চলে আসে তাহলে সেই কাজ দিয়ে কখনোই আমরা ভালো কিছু করতে পারবো না। তাই নিজের ক্যারিয়ার নিজের জীবনের লক্ষ্য এমন হওয়া উচিত যেই কাজ আপনি ভালোবাসেন, আপনার কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ।

ABB.gif