আপনি কি আসলেই মুক্ত?
আমরা অনেকেই মনে করি আমরা স্বাধীন দেশে বসবাস করছি। আমাদের বাক স্বাধীনতা রয়েছে। আমরা যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারি যেতে পারি। এর অর্থই হচ্ছে আমরা একদম মুক্ত এবং স্বাধীনভাবে বসবাস করছি। এই বিষয়টা সাধারণভাবে দেখলে অনেকটা ঠিক আছে। তবে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনি নিজেকেই প্রশ্ন করেন যে আপনি কি আসলেই মুক্ত নাকি আপনিও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের শিকার।
আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। সোশ্যাল মিডিয়াম এবং বিভিন্ন ধরনের ইন্টারনেট নির্ভরযুক্ত ডিভাইস ব্যবহার করে থাকি। বর্তমানে মোবাইল ফোনের মধ্যে প্রায় সবকিছুই করা যায়। আপনি মোবাইলে বসে ব্যাংক ট্রান্সফার করতে পারছেন, বাহিরে সকলের সাথে কথাবার্তা বলতে পারছেন, অফিশিয়াল কাজ করতে পারছেন, সবকিছুই ইন্টারনেট নির্ভর হয়ে যায়। কিন্তু যখন এই ইন্টারনেট নির্ভরতাই আমাদেরকে আটকে রাখে একটি জ্বালে।
এইতো কিছুদিন আগেই একটি খবরে দেখলাম ১৬ বিলিয়ন পাসওয়ার্ড আইডি এবং আর বিভিন্ন ধরনের ইনফরমেশন লিক হয়ে গেছে। এখানে বলা বাহুল্য আপনার এবং আমার সোশ্যাল মিডিয়া কিংবা গুরুত্বপূর্ণ বিষয়ের আইডি পাসওয়ার্ড এবং ইউজারনেমসহ হ্যাকাররা হ্যাক করে দিয়ে গেছে। এখন আপনার যদি কোন পার্সোনাল ডাটা কিংবা ইম্পরট্যান্ট কোন কিছু লিক হয়ে যায় সে ক্ষেত্রে আপনি কি করবেন! সেখানে কিন্তু আমরা কখনোই মুক্তভাবে নেই। বরঞ্চ আমাদের এমনটা হওয়া উচিত সবকিছুই একটি লিমিটেশনের মধ্যে রাখা উচিত। নিজের পার্সোনাল বিষয়ে কখনোই সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোথাও প্রকাশ করা ঠিক নয়।

