সময়ের গুরুত্ব


hourglass-1703330_1920.jpg

Source

মাঝে মাঝে আমরা বিভিন্ন কাজে কিংবা নিজের ভালো লাগার জন্য বিভিন্ন জায়গায় সময় অপচয় করি। এই বিষয়গুলো কিন্তু খুবই খারাপ একটি বিষয়। আমরা নিজেদেরকে সময় দেবো নিজেদের ভালো লাগার জন্য কিছু সময় ব্যয় করব তবে এমন যেন না হয় সারাদিনেই আমরা নিজেকে সময় দিচ্ছি নিজের দৈনন্দিন কাজগুলোকে ফেলে রেখে বিভিন্ন ধরনের আড্ডাবাজি করছি। এতে করে কিন্তু আমাদের সামনের দিনগুলো অনেকটাই কঠিন থেকে কঠিনতর হতে পারে।

ব্যক্তি জীবনে সময়ের গুরুত্ব কতটুকু এটা আসলে নতুন করে বলার কিছু নেই। তবে আমি একটা বিষয়ে আপনাদেরকে স্পষ্ট বলতে চাই। পৃথিবীতে কিংবা এই মহাবিশ্বে যা কিছুই রয়েছে না কেন সবকিছুই একটি সময়ের মধ্যে আবদ্ধ রয়েছে। এই যে বর্তমানে রোজার মাস চলছে। এই রোজায় আমরা সেহেরী করছি ইফতার করছি। এই সবকিছুই কিন্তু সময় মেনে করছি নির্দিষ্ট একটা সময়ের মধ্যে থেকে করছি। তাহলে একবার চিন্তা করে দেখুন এই সময়টা কতটা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও যে কোন কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সময় নির্ধারিত করে দেওয়া থাকে।

আমাদের এই স্বল্প জীবনে অনেক স্বল্প সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। যদি আমরা এই সময়গুলোকে এই হেলাফেলাই নষ্ট করি অপচয় করি তাহলে কিন্তু দিনশেষে আমরা কিছুই করতে পারবো না। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আমরা নিজেদেরকে সময় দেবো ঠিক আছে কিন্তু দৈনন্দিন যেসব কাজ রয়েছে অফিস ওয়াক রয়েছে সে সবগুলো যেন আমরা আগে শেষ করে এরপরে অবসর সময় কাটাই এবং অবসর সময়ে এমন কিছু কাজ করতে হবে যেগুলো আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে। তাহলেই হয়তো আমরা এই সময়কে ভালোভাবে কাজে লাগাতে পারবো।

ABB.gif

Sort:  

The article is very realistic, time is the basis for achieving everything, I think that in the end we will find that time is really money, how to use time reasonably, I think everyone should think consciously in life.