যতই সবাইকে আপন মনে করেন না কেন, কেউ আপন নয়


desperate-5011953_1920.jpg

Source

একটা সত্যি কথা আপনাদেরকে বলতে চাই আমরা অনেকেই নিজেদের আপন মনে করি, বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী কিংবা কাছের মানুষ। তবে বিশ্বাস করুন এই পৃথিবীতে আপন বলতে কেউ হয় না। শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া সৃষ্টিকর্তাই এমন একজন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং স্বার্থ ছাড়া আমাদেরকে ভালোবাসেন। এর ব্যতীত অন্য কেউ আপনাকে আপন বলে মনে করে না। প্রত্যেকটা সম্পর্কের এই একটা নির্দিষ্ট সীমা রয়েছে, সেই সীমার পরে হয়তো সেই সম্পর্কের কোন মানেই হয় না।

আমরা আজকে মরে যাই পরবর্তীতেই দেখবেন বাসার মধ্যে আপনার নাম কেউ উচ্চারণ করবে না। সবাই বলবেন লাশটাকে এইদিকে নিয়ে আসো, লাশটাকে গোসল করাতে হবে, লাশটাকে দাফন করতে হবে। এই মৃত্যুর কারণে সমস্ত সম্পর্ক এক নিমিষেই শেষ হয়ে যায়। তাহলে বলুন কে আপনার আপন কে? যে আপনার জন্য সবকিছু করে! এই বিষয়গুলো একটু অনুধাবন করার মতো বিষয়। বাস্তবিকতা আরো ভিন্ন যখন আপনি মরে যাবেন তখন আপনার পরিবারেই আপনার লাস্ট দেখে ভয় পাবে এটাও চরম সত্য কথা।

তাই আমরা যতক্ষণ বেঁচে আছি যতক্ষণ আমাদের দেহে শক্তি রয়েছে নিজের জন্য একটু চিন্তাভাবনা করা উচিত। আমরা অবশ্যই নিজের পরিবারের জন্য নিজের আত্মীয়-স্বজনের জন্য ভালো কিছু করার চেষ্টা করব এবং সেই সাথে সাথে নিজেকে ভালবাসতে হবে, নিজের ছোট ছোট ইচ্ছাগুলোকে পূরণ করতে হবে। তাহলেই হয়তো পরবর্তীতে গিয়ে আর আফসোস হবে না।আপনারা কি মনে করেন তা অবশ্যই মন থেকে জানাবেন ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 21 hours ago 

একদম উচিত কথা বলেছেন আপনি ,আমরা আজকে মরে গেলেই কালকে থেকে আমাদের নাম সবাই ভুলে যেতে শুরু করবে। তাই অন্যদের ভালো রাখার পাশাপাশি আমাদের নিজেদের কেও ভালবাসতে শিখতে হবে। তবেই তো জীবনের প্রকৃত সুখ কিছুটা হলেও অনুভব করা যাবে।