বৃষ্টি আসার আগের মূহুর্ত টা অনেক সুন্দর!


rain-5115710_1280.png

Source

কয়েকদিন ধরে আমাদের এলাকাটা বৃষ্টিময় হয়ে রয়েছে। যখন তখন ঝড় বাতাসে বইছে, যখন তখন বৃষ্টি নামছে। এই বিষয়গুলো আমরা অনেকেই ভালোভাবেই ফিল করতে পারি। আবার মাঝে মাঝে আমরা হারিয়ে যাই অতীতের সেই স্মৃতিময় বিষয়গুলোতে যে সময়গুলোতে আমরা অনেক সোনালী সময় পার করেছিলাম। সে সব সময় গুলো এখন আমরা অনেক বেশি মিস করি। এই বিষয়গুলো আসলেই ভোলার নয়।

বৃষ্টি আসার আগে আমাদের পরিবেশটা কেমন শীতল হয়ে যায়, চারিদিকে বাতাস বইতে থাকে। এছাড়াও সেই সময়টা অন্ধকারাচ্ছন্ন যে পরিবেশ সৃষ্টি হয় সেটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। বিশেষ করে যারা গ্রামে গঞ্জে থাকেন সেই মুহূর্তটা অনুভুব করতে পারবেন। তবে ঢাকায় তন ভাবে এবং উপভোগ করার মত না, শহরে সেসব দৃশ্যগুলো খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। এদিন থেকে শহরবাসী এই বিষয় গুলো ফিল করতে পারে না।

এইতো কয়েকদিন ধরেই এ ধরনের বৃষ্টিপাত হচ্ছে আমাদের ঢাকা শহরে এবং আমি খোঁজখবর নিয়ে দেখেছি আমাদের এলাকাতেও বৃষ্টি হচ্ছে। কিন্তু মাঝেমধ্যেই আবার ফেসবুকে দেখা যায় যে আমাদের এলাকার কিছু ভিডিও তৈরি করে সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দেওয়া হচ্ছে। যাতে করে সেই সুবর্ণ মুহূর্তগুলো আমরা সকলেই উপভোগ করতে পারি। আসলে সেই মুহূর্তগুলো অসম্ভব সুন্দর। যে সময়টাতে আমাদের সাথে জড়িয়ে রয়েছে অতীতের কিছু আনন্দঘন স্মৃতি। আপনারাও কি বৃষ্টি আসার আগের মুহূর্তটা ভালোভাবে উপভোগ করেন, তাহলে অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 23 hours ago 

বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্তে পরিবেশ একদম শীতল হয়ে যায়। আর সেই আবহাওয়াটা ভীষণ ভালো লাগে। লেখাগুলো পড়ে খুবই ভালো লেগেছে।