ইলিশ মাছ


ilish-8140118_1920.jpg

Source

বাসায় এসেছি দুদিন হল, বাসায় আসার পরেই আমার মাকে দেখতে পেয়ে অনেকটা বেশি ভালো লেগেছিল। কারণ আমার মায়ের শারীরিক অবস্থা খুব বেশি একটা ভালো নয়। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টেনশনের কারণে বর্তমানে প্রেসারের ওষুধ প্রতিনিয়তই খেতে হচ্ছে এবং নানান ধরনের রোগ ব্যাধি তো লেগেই রয়েছে। এসব নিয়ে আমিও ব্যক্তিগতভাবে অনেকটাই টেনশনের মধ্যে থাকি। অনেকটা চিন্তা থাকে কিন্তু আমি যখন বাসায় আসলাম তখন মা মুচকি হাসি গুলো সব টেনশন যেন নিমেষে ফিনিশ হয়ে গেল।

আমি বাসায় আসলে সাধারণত আমার মা-বাবাকে জিজ্ঞাসা করি যে বাসায় কি কি বাজার লাগবে? আমি নিজ হাতে কাঁচা বাজার করে আনি। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে আনি। তো আম্মু আমাকে বলল যে ইলিশ মাছের ডিম খেতে অনেক ইচ্ছা করছিল। দেখতো বাজারে ইলিশ মাছের ডিম খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু মাছ ছাড়া তো ইলিশ মাছের ডিম খুঁজে পাওয়া যাবে না, তাই না! তাই বাজারে গিয়ে একটি ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে আসলাম। যদিও দাম একটু বেশি ছিল তবে আমার মায়ের মুখের হাসির থেকে বেশি হতে পারে না।

প্রথম দিনেই ইলিশ মাছের যতগুলো ডিম ছিল সেই ডিমগুলো ভুনও করা হয়েছিল এবং ইলিশ মাছ আলাদাভাবে রান্না করা হয়েছিল। স্বপরিবারে সকলে মিলে অনেক ভালোভাবে মজা করেই কিন্তু আমরা ইলিশ মাছ খেয়েছি। তবে ইলিশ মাছের দামও বর্তমানে অনেক বেশি চড়া। সব মিলিয়ে নিজের পরিবারের মুখে একটু হাসি ফোটাতে পেরে নিজের কাছে অনেকটাই ভালো লাগে এবং সর্বোপরি নিজের পরিবারের জন্য এত কিছু করছি এটাও আমার কাছে অনেকটা বেশি ভালো লাগে। সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই তিনি আমার মাধ্যমে আমার মা-বাবাকে খুশি রাখতে চেষ্টা করছেন, ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 yesterday 

আপনার মায়ের সুস্থতা কান্না করছি। বাড়িতে এসেই বাজার করেন খুব ভালো কাজ। আসলে সন্তান হিসেবে বাবা-মায়ের জন্য আমাদের কিছু করা দায়িত্ব। মায়ের ইলিশের ডিম খেতে চাওয়া ও আপনার ডিমসহ ইলিশ কেনা , মা ও সন্তানের এক মধুর সম্পর্ক। এই সম্পর্ক টাকা দিয়ে পরিমাপ করা যায় না। মা-বাবার খুশির চেয়ে বড় কিছু আর নাই। ভালো হয়েছে পোস্টটি। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 19 hours ago 

বাড়ির কেউ অসুস্থ হলে খুবই খারাপ লাগে। আর ইলিশ মাছ খেতে সবাই পছন্দ করে। ইলিশ মাছ খেতে যেমন ভালো লাগে তেমনি ইলিশ মাছের ডিম খেতেও ভালো লাগে।