প্রেম একটু ব্যাকডেটেড হওয়া ভালো, আধুনিকতায় শুধুই বিচ্ছেদ!
একটা সময় ছিল যেই সময়ে প্রেম ভালোবাসা মানে অশ্লীলতা ছিল না, শুধুমাত্র দূর থেকে একটু দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা। কখন তাকে একটু দেখতে পারবো, এই আশায় ঘন্টার পর ঘন্টা পথ চেয়ে থাকা। যখন সেই মনের মানুষ সেই পথ দিয়ে চলে আসতো তাকে শুধু নয়ন দিয়ে মন ভরে দেখার মধ্যে যে অনুভূতিটা ছিল সেই অনুভূতিটা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে আধুনিকতার ছোঁয়ার কারণ। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় প্রেম-ভালোবাসা এতটা বিলাসিতা হয়ে গেছে যেখানে অশ্লীলতা ছাড়া আর কিছুই নেই।
আধুনিকতাই যে খারাপ কিছু আছে তা কিন্তু নয়, কিন্তু এর মাঝেও অনেক ধরনের সমস্যা রয়েছে কারণ আগেকার সময়ে প্রেম এবং ভালোবাসা ছিল একটি পবিত্র বন্ধন। যে বন্ধনে শুধুমাত্র দৈহিক চাহিদা ছিল না, একেবারে অপরের প্রতি একটি ভালবাসার টান ছিল, এটি মায়া ভরা দৃষ্টি ছিল একটি বিশ্বাস ভরা ভালোবাসা ছিল। কিন্তু বর্তমান সমাজে যেসব প্রেম ভালোবাসা হচ্ছে এসব কিছুর মাঝে। কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করা যায় না, হয়তো হাজারে একটা ভালোবাসা এরকম দেখতে পাওয়া যায় যেগুলো মন থেকে একে অপরকে ভালোবাসে, মন থেকে একে অপরকে বিশ্বাস করে। যে বিশ্বাসটা তারা কোনভাবেই ভাঙতে পারে না। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। যেখানে দৈহিক চাহিদা ছাড়াও আরো অনেক কিছু বিষয় রয়েছে।
বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ চলছে। এমত অবস্থায় একে অপরের সাথে প্রেম ভালোবাসা হয়ে যাওয়াটা আর দু চার লাইনের বিষয় মাত্র হয়ে দাঁড়িয়েছে। দু ম লাইনের বিষয়ের মাঝে কিভাবে একে অপরের প্রতি ভালোবাসা টানে আসক্ত হওয়া যায়! কিভাবে অন্ধভাবে বিশ্বাস করা যায়! সেই বিষয়টায় কারো বোধগম্য হয় না, জন্যেই প্রকৃত অর্থে ভালোবাসা আজকাল দেখতে পাওয়া অনেকটাই কম হয়ে গেছে। এই বিষয়গুলো যদিও শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তবতা এবং এটাই বাস্তব সত্য কথা আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ।