জীবনের এপিঠ ওপিঠ
জীবনে যে শুধুমাত্র সুখ থাকলে দুঃখ থাকবে না, এসব কিছু আমরা মনেপ্রাণে আগে থেকেই চিন্তা করি। কিন্তু একবার চিন্তা করে দেখুন তো যদি পৃথিবীতে কোন দুঃখ থাকতো না তাহলে কিন্তু আমরা সুখের অস্তিত্ব খুঁজে পেতাম না। জীবনের এপিঠ এবং ওপিটেও এরকম কিছু বিষয় বস্তু রয়েছে জীবনের সব সময় আমাদের সাথে ভালো কিছু ঘটবে। এই বিষয়টা প্রত্যাশা করো একপ্রকার বোকামি। তবে আমরা প্রত্যাশা করি যেন সবকিছু আমাদের পরিকল্পনা মোতাবেক হয়। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের জন্য যা চিন্তা ভাবনা করে রেখেছে তাই কিন্তু আমাদের জন্য এবং সেটাই সবথেকে বেশি মঙ্গল কর।
বিষয়গুলো একটু কনফিউজমেন্ট মনে হতে পারে। আপনাদের কাছে তবে বিষয়টা আমি যেভাবে চিন্তা করি সেভাবেই এক্সপ্লেইন করার চেষ্টা করছি। দেখুন, আমাদের জীবনের ভালো সময় এবং খারাপ সময় দুটোই আসবে। কিন্তু আমাদের মনের মধ্যে সব সময় পজেটিভ দিকটা থাকা লাগবে এবং পজেটিভ ভাবেই সবকিছু চিন্তাভাবনা করতে হবে। আমরা যেসব পরিকল্পনা করি সেসব কিন্তু সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে হয় না। বরঞ্চ এর থেকে ভিন্ন কিছু হয় যখন ভিন্ন কিছু হয় তখন কিন্তু আমাদের মনটা ভেঙে যায় এবং তখন একটি নেগেটিভ চিন্তাভাবনা আসে কিন্তু এই নেগেটিভ চিন্তাভাবনা করাটাই হচ্ছে সব থেকে বড় বোকামি।
বরঞ্চ যেটা আমাদের জীবনে ঘটে গেছে যেটা আমাদের পরিকল্পনায় ছিল না কিন্তু সেটা মেনে নিয়ে যখন আপনি সামনের দিকে আবারো পরিকল্পনা করে কাজ শুরু করা শুরু করবেন সেটাই হবে আমাদের জন্য সবথেকে ভালো জিনিস এবং এটাও মাথায় রাখতে হবে যে বিষয়টা ঘটেছে সেটার মধ্যে হয়তো আজ সৃষ্টিকর্তা ভালো কিছু রেখেছেন। সৃষ্টিকর্তা যাই করেন না কেন সেটা অবশ্যই আমাদের ভালোর জন্য। এতে করে আপনি একটি পজেটিভ ফিল পাবেন এবং জীবনের যুদ্ধে এগিয়ে যেতে পারবেন। আশা করছি বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি ধন্যবাদ।
I like your opinion very much, which corresponds to a famous saying, blessings and misfortunes depend on each other. No matter what life is like, a positive mindset is always intentional, we can't choose the script of life, but we can decide the attitude towards life.