প্রেম মানেই ভালোবাসা


beach-7978126_1280.jpg

Source

অনেকেই আমরা মনে করি প্রেম এবং ভালোবাসার মধ্যে পার্থক্য রয়েছে। আমিও এর আগে মনে করতাম। কিন্তু এটা বুঝে উঠতে অনেকটা বেশি সময় লেগে গেছে, প্রেম এবং ভালবাসার মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই। প্রেম এবং ভালোবাসাই হচ্ছে একটি বিষয়ের দুটি চিত্র। আমরা যখন প্রথম কাউকে পছন্দ করি সেটা হয়ে যায় ভালোলাগা। পরবর্তীতে যদি তার সাথে ভালোবাসার বন্ধন হয়ে যায় তাকেই আমরা বলি ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসা যখন আরো একটু ডিপলি চলে যাবে সেটাকেই আমরা প্রেম বলে থাকি।

প্রেম এবং ভালোবাসা আমি প্রত্যেকটা মানুষের জীবনে আসে কিন্তু সেই বিষয়গুলো আমরা মাঝেমধ্যে ধরে রাখতে পারিনা এবং বিভিন্ন সময়ে নিজেদের ছোটবেলার প্রেম কিংবা পরবর্তী জীবনের প্রেমের মানুষের গুলোকে হারিয়ে ফেলি। তখন হয়তো অনেকটা আফসোস হয়। কিন্তু পরবর্তীতে সময়ের বিবর্তনে সব কিছুই মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়, এটাই হচ্ছে বাস্তবতা এবং প্রকৃতির নিয়ম।

জীবনে ভালো কিছু করতে চাইলে অবশ্যই নিজের মনের কথা মেনে চলা উচিত। তা না হলে হয়তো আমার মত আপনাদের কেও প্রস্তাবে হবে। এমন একটা না পাওয়ার বেদনা সারা জীবন আপনাদেরকে তাড়া করে বেড়াবে। যেটা মোটেও ভালো বিষয় নয়। যে বিষয়টার কারণে হয়তো আমরা মানসিক শান্তি সেভাবে অনুভব করতে পারি না। যদি নিজের কাছের মানুষ ভালোবাসার মানুষ নিজের জীবন সঙ্গিনী হয়ে যায় জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন মনের মধ্যে একটা মানসিক শান্তি কাজ করে। কিন্তু অপর মানুষকে বিয়ে করলে সেটা হয়তো খুব বেশি একটা ইফেক্ট ফেলে না।

ABB.gif