তোমাকে পেয়ে গেলে বিরাট সমস্যা হয়ে যেত


a-heart-2719081_1920.jpg

Source

তোমাকে পেয়ে গেলে হয়তো বিরাট সমস্যা হয়ে যেত, সময় করে তোমার কথা বলতে হতো। মনে পড়ার সুযোগ পেতাম না, সব সময় তোমার সাথে কথা বলতে হতো এবং সব সময় তোমার কথা মত চলতে হতো। সবমিলিয়ে একটা ভালো সময় পার করতাম কিন্তু তোমাকে দূর থেকে মিস করার যে বিষয়টা সেটা অনুভব করতে পারলাম না। এগুলো আসলে সাহিত্যিক কথা এবং এর মধ্যেও কিন্তু ভালো লাগা এবং ভালোবাসা ভালোভাবেই উপস্থাপন করা সম্ভব।

কবি সাহিত্যিকরা নিজের ব্যর্থতা গুলোকে লুকানোর জন্য পজিটিভ ভাবে এই কথাগুলো বলে থাকেন। তবে এটা অনেকটা কার্যকর পদ্ধতি বলে আমি করি। নিজের ব্যর্থতা কিংবা নিজের না হবে না জেনেও কিভাবে পজিটিভলি কাজে লাগানো যায় সেই কবি সাহিত্যিকের কথাগুলো শুনলেই আমরা বুঝতে পারি। প্রত্যেকটা মানুষের এই জীবনে কিছু লক্ষ্য থাকে। সেই লক্ষ্য গুলো যদি পূরণ না হয় তাহলে নিজেকে সান্ত্বনা দেওয়ার মত অনেক ধরনের কথাবার্তা আমরা খুঁজে থাকি। কিন্তু এই ধরনের বিষয়বস্তুগুলো আমাদের সেসব বিষয় থেকে দূরে রাখতে সাহায্য করে।

আমরা মানুষ সামাজিক জীব এবং আমাদের এই মানব সভ্যতা বেঁচে আছে শুধুমাত্র কথা এবং বিশ্বাসের কারণে আমাদের বিশ্বাস এবং আমাদের মস্তিষ্কের ক্ষমতা এতই বেশি যেটা হয়তো আমরা এখন পর্যন্ত তা ভালোভাবে অনুধাবন করতে পারিনি। আমরা যদি কোন বিষয়ে বিশ্বাস করি তাহলে সেটাই সত্য বলে আমরা মেনে নিতে পারি সেটা হোক যতই মিথ্যা কথা। তাই এসব বিষয়গুলো আসলেই মানব জীবনে বড়ই ইফেক্ট ফেলে যাতে করে আমরা নিজেরা একটু ভালো থাকতে পারি।

ABB.gif