প্রতিশোধ এর আগুন নাকি অভিমান?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
সত্যি কথা বলতে আমার প্রচন্ড অভিমান। অর্থাৎ আমি সত্যিই খুব অভিমানী একজন মানুষ। কারণ আমি আসলে অনেক বেশি সেনসিটিভ বলা চলে। অর্থাৎ আমার হৃদয় খুব সেনসিটিভ। অর্থাৎ আমি যেহেতু সব মানুষের সাথে খুব ভালো মন থেকে মিশি কিংবা আসলে একটা একেবারে যদি বলতে চাই। তাহলে আসলে আমার মন খারাপ টাও খুব দ্রুত হয়। অর্থাৎ ধরুন আমার খুব প্রিয় কোনো মানুষ আমার সাথে কোনো খারাপ কিছু করলো কিংবা আমার খুব প্রিয় কোনো মানুষ হয়তো আমাকে কষ্ট দিলো। এখন হতে পারে যে অন্য মানুষ হলে সেই ব্যাপারটা নিয়ে অতো বেশি কষ্ট পেতো না কিংবা অন্য মানুষ হলে সেই ব্যাপারটি ইগনোর করে যেতো। কিন্তু সত্যি কথা বলতে আমার তেমন হয় না। অর্থাৎ আমার ওই ব্যাপারটি বহুদিন পর্যন্ত মনে থেকে যায়। অর্থাৎ কোনোভাবেই মন থেকে যায় না।
কিন্তু এখানেই মানুষ ভুল করে অর্থাৎ আমাকে ভুল বুঝা এবং ভুল বুঝার ব্যাপারটি হলো মানুষ ভাবে যে, আমি প্রতিশোধের আগুনে জ্বলছি। কিন্তু ব্যাপারটা একেবারেই তাই নয়। অর্থাৎ অভিমান আর প্রতিশোধের ব্যাপারটি একেবারেই আলাদা একটি ব্যাপার। তো এটা আসলে অনেকেই বুঝতে পারে না এবং মানুষ সবসময় ভাবে যে কেউ রাগ করে আছে কিংবা মন খারাপ করে আছে কিংবা কথা বলছে না মানেই হলো সে প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু ব্যাপারটি তা নয়। অর্থাৎ অনেক সময় সত্যিই মন খারাপ হয়। অর্থাৎ অভিমান হয়, যে অভিমান ভাঙানোর জন্য আসলে হয়তো অভিমানটা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো মানুষ এটা একেবারেই বুঝতে পারে না। অর্থাৎ বলা চলে যে, মানুষ অভিমান কেনো যেনো বুঝতে পারে না। আর এটা আমি নিজেও জানিনা কেনো এমনটা হয়। কিন্তু সত্যি মানুষ অভিমানকেই সব সময় ভুল বোঝে।