কাউকে ক্ষমা করা কেমন অনুভব?


ai-generated-9019625_1920.jpg

Source

কোন এক মহান ব্যক্তি বলেছিল ক্ষমা মহৎ গুণ। যে মানুষ ক্ষমা করতে পারে তার সম্মান অনেকটাই উপরে চলে যায় এবং ক্ষমা করার মধ্যে একটা আলাদা মানুষের শান্তি রয়েছে। যেই শান্তিটা শুধুমাত্র তারাই উপভোগ করতে পারবে যারা অন্য মানুষকে ক্ষমা করে দিয়েছে। আমরা মানুষ আমরা ভুল করব এটা স্বাভাবিক বিষয় কিন্তু আমরা ভুল করার পরেও যদি কোন মানুষ আমাদেরকে ক্ষমা করে দেয় আমাদের যেরকম ভালো অনুভূতি হয় ঠিক তেমনি ভাবে যে মানুষটা ক্ষমা করে তারও অনেক ভালো একটা অনুভব অনুভূতি হয়। যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো সম্ভব নয়।

আমি এমন একজন মানুষ যে মানুষ আসলে সাধারণত বাসার বাইরে খুব একটা যাই না যদি কোন প্রয়োজন থাকে তবেই বাসার বাহিরে যাওয়া হয়। ঠিক তেমনি ভাবে আমার কিন্তু তেমন কোন বন্ধু-বান্ধব নেই। যে বন্ধু-বান্ধবের সাথে সবসময় আড্ডা দেবো মজ মাস্তি করব। আমার হাতে গোনা কয়েকজন শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং সেসব শুভাকাঙ্ক্ষী সাথেও আমার এ ধরনের কিছু সমস্যা হয়েছিল এবং আমি নিজেই তাদের ক্ষমা করে দিয়েছিলাম। ক্ষমা করার মধ্যে আলাদা একটা প্রশান্তি রয়েছে, যে প্রশান্তির পৃথিবীর সমস্ত প্রশান্তিকে হার মানাবে।

ক্ষমা করার মধ্যে একটা আলাদা বিশেষত্ব হচ্ছে। এই ক্ষমার মাধ্যমে আপনি নিজেকে অনেকটা হালকা করে ফেলতে পারেন। যদি আপনি কোন মানুষকে ক্ষমা করে দেন তখন দেখবেন আপনি মন থেকেও অনেকটা হালকা অনুভব করছেন এবং মনের মধ্যে একটা ঐশ্বরিক প্রশান্তি কাজ করে। এই ক্ষমার মাধ্যমেই বোঝানো হয়েছে আমাদের এই মানবতা কিংবা মানব সভ্যতার কেন এখনো টিকে রয়েছে। কেন অন্যান্য প্রানী মানুষের তুলনায় অন্যান্য জীবের তুলনায় সর্বশ্রেষ্ঠ।

ABB.gif