তুমি যাকে অবহেলা করলে তাকেও কেউ না কেউ ভালোবাসবে
প্রেম ভালোবাসা এমন একটি বন্ধন যে বন্ধন থেকে আমরা সহজেই মুখ ফিরিয়ে নিতে পারি না। তবে মাঝেমধ্যেই বর্তমান সমাজে যে পরিমাণ ছলনা দেখা দিচ্ছে এর মাঝে প্রকৃত ভালোবাসা দেখা যায় না। কিন্তু তারপরও মাঝেমধ্যে আবার সেই প্রকৃত ভালোবাসাকে বিসর্জন দিয়ে অন্য কারো সাথে সংসার বাধতে হয়। এটাই বর্তমান সমাজের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে আমরা যাই করছি না কেন প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু একটা কারণ রয়েছে। পরিবারের চাপের কথাই হোক আর বিভিন্ন ধরনের সমস্যার কথাই হোক না কেন এই বিষয়গুলো স্পষ্ট যে, ভালোবাসা এবং আবেগ দিয়ে এই পৃথিবীতে টিকে থাকা যায় না। আমরা যাকে অসম্ভব ভালবাসি দেখা যাবে সেই মানুষটাও কখনো আপনার হাতটা ছেড়ে দিয়ে অন্য কারো সাথে ভালোবাসার সংসার করবে। যেটা আপনি হয়তো দূর থেকে দেখবেন, এর থেকে কষ্টদায়ক বিষয় আর কি হতে পারে বলুন।
অপরপ্রান্তে আবার এমনও কিছু মানুষ রয়েছে যারা আপনাকে ভালোবাসবে, আপনার অনেক অনেক অবহেলার পরেও আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। কিন্তু যখন দেখবে আপনিও অন্য কারো সাথে চলে গেছেন অন্য কারো সাথে সংসার করছেন তখন তার মনে কি বইবে সেটাও আমরা কল্পনা কখনো করে দেখি না!! কিন্তু পরবর্তীতে দেখা যায় তাকেও কেউ একজন ভালোবাসে। এটাই প্রকৃত নিয়ম এবং এভাবে করেই বর্তমানে চলছে। বিষয় গুলো কি অদ্ভুদ তাই না!