সমাজ ব্যবস্থা ও ভোগান্তি
আমরা প্রত্যেকেই এ কোন না কোন সমাজের অংশ। প্রতিটি সমাজের কিছু নিয়মকানুন রয়েছে, কিছু আইন রয়েছে। যে সকল আইন অমান্য করলে শাস্তি পেতে হবে। আবার কিছু কিছু আইন যদি আমরা ভঙ্গ করি সেক্ষেত্রে জেল কিংবা জরিমানাও হতে পারে। কিন্তু তারপরও দেখা যায় যে আমরা সাধারণ মানুষেরা সব সময় ভোগান্তির শিকার হই। আমরা কোন ধরনের অপরাধ কিংবা অপকর্মের সাথে জড়িত না হয়েও বিভিন্ন সময় বিভিন্নভাবে ভোগান্তির শিকার হয়ে হচ্ছে।
বাংলাদেশের প্রেক্ষাপটের কথাই যদি বলি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। বিভিন্ন জনগোষ্ঠী কিংবা কোন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন ধরনের সংগঠন তাদের নিজস্ব দাবি আদায় করার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ করে রাখছে। যার কারণে সাধারণ জনগণ যারা বিভিন্ন কাজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কর্মব্যস্ততা সকল মানুষকে তারা ভোগান্তির মধ্যে ফেলে দিচ্ছে।
যারা ঘন্টার পর ঘন্টা জামে বসে থাকছে, অসুস্থ মানুষেরা হয়তো হাসপাতালে যাচ্ছে তাদের কি দোষ ছিল! তারা তো কোন নিয়ম অমান্য করেনি! তারা তো সমাজের নিয়ম এই জীবন যাপন করছে। কিন্তু তারা কেন ভোগান্তির শিকার হচ্ছে। এই কৈফত গুলো কিংবা এর উত্তরগুলো আসলে কোনভাবেই আমরা দিতে পারি না। আমাদের সরকার কিংবা প্রশাসনও অনেক চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছে। সবার দাবি আদায়ের মক্ষম হাতিয়ার হিসেবে তারা বেছে নিয়েছে বিভিন্ন ভালো ভালো পয়েন্টের রাস্তা গুলো ব্লক করা। যাইহোক এই বিষয়ে আসলে তেমন কিছুই বলার নেই শুধুমাত্র ভোগান্তি আমাদের কপালে রয়েছে।