||এশিয়া কাপ সুপার ফোর ম্যাচ:-বাংলাদেশ বনাম পাকিস্তান||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তান আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার। তো আজকে আমি কি বিষয় নিয়ে পোস্ট করব আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছেন।আসলে বর্তমান আমাদের বাংলাদেশ টিমের জন্য যে প্লেয়ার রয়েছে তারা কিন্তু অনেক জুনিয়র।যাইহোক বাংলাদেশ এর খেলার প্রতি আমাদের অনেকেরই টান রয়েছে।যদিও বাংলাদেশ হারে তার পরেও আমরা পরের দিন ঠিকই বাংলাদেশের খেলা দেখার জন্য প্রস্তুত থাকি।বলতে গেলে বাংলাদেশের খেলা না দেখলে ভালোই লাগে না।আবার মনের ভেতর একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে, কালকে হারছি তো কি হয়েছে আজকে জিতবো আমরা।এই আশা নিয়ে কিন্তু আমরা প্রতিবারই বাংলাদেশের খেলা দেখার জন্য বসে থাকি।যাই হোক এগুলো কথা না বাড়িয়ে মেন কথায় চলে যায়।
তো বাংলাদেশে টসে জিতে তারা ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন।তবে যাই হোক এখানে অধিনায়ক হিসেবে লিটন দাস ছিল না। তার পরিবর্তে জাকির আলীকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়।যাই হোক বাংলাদেশ ফিল্ডিং নেওয়ার পরে তারা খুব সুন্দর ভাবে পাকিস্তানকে বোলিং অ্যাটাক দেন।তাদের খেলা দেখে মনে হচ্ছিল পাকিস্তান ১০০ রান নিতে পারবে না। ৬ ওভারে ২৭ রান নিয়ে পাকিস্তান দুইটি উইকেট হারিয়ে ফেলে।তারা কোনভাবেই পাওয়ার প্লেতে রান নিতে পারেনি।যাইহোক এভাবে খেলতে খেলতে বাংলাদেশের বোলিং ও খুব সুন্দর ছিলো। লাস্ট ১০ ওভারে ৪৬ রান নিয়ে পাকিস্তান ৪ টি উইকেট হারিয়ে ফেলে।
পাকিস্তান তখন এমন ভাবে খেলা শুরু করলো তারা সিঙ্গেল নিয়েই খেলতে শুরু করলো।কিন্তু তারপরেও বাংলাদেশের বোলিং অ্যাটাক দিয়ে তাদের সিঙ্গেল নেওয়ারও সুযোগ দিচ্ছিল না।যখন এভাবে পাকিস্তানের উইকেট চলে যাচ্ছিল তখন শাহেন শাহ্ আফ্রীদি বেটিং করার জন্য নামেন। তবে শাহেন শাহ্ এসে কিন্তু কয়েকটি রান বের করেন।তারপর পাকিস্তান ১৪ ওভার খেলে ৮০ রান নিয়ে তাদের ছয়টি উইকেট হারিয়ে যায়।যখন তাদের সব গুলো উইকেট যাচ্ছিল তখন ফিনিশার হিসেবে মোঃ নেওয়াজ নামলো।এবং এদিকে হারিস আগে থেকেই ছিলো।তবে পাকিস্তান যে রান টি নিয়েছে এটা কিন্তু মোহাম্মদ নেওয়াজ এর কারণেই রান টি বের হয়েছে।যাইহোক পাকিস্তান লাস্টে এসে খুব সুন্দর খেলছিল এবং বাংলাদেশের বোলিং ওই সময় কাজে লাগাতে পারেনি। পাকিস্তান ২০ ওভার খেলে ১৩৫ রান এবং ৮ টি উইকেট চলে যায়।
তো বাংলাদেশ যখন ব্যাটিং করার জন্য নামলো।প্রথমে কিন্তু তারা ভালোই খেলেছিল তবে পারভেজ হাসান ইমন কে নামানোর জন্য তাদের ওপেনার ব্যাটসম্যান গুলো কোন কাজে লাগাতে পারেনি।কারণ একটি ম্যাচের জন্য ওপেনার ব্যাটসম্যান গুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট।যাইহোক বাংলাদেশ পরে যেভাবে খেলা শুরু করলো মনে হচ্ছিল তারা ১০০ রান তো দুরের, তারা ৫০ রান নিতে পারবে না।তারা ৬ ওভার খেলে ৩৬ রান নেন এবং তিনটি উইকেট হারিয়ে ফেলেন।বাংলাদেশ যেভাবে খেলছিল সেম পাকিস্তানের মতোই কিন্তু।খেলছিল এখানে। পাকিস্তান যে রান টার্গেট দিয়েছে তারা বোলিং এ্যাটাক দিয়ে বাংলাদেশকে শান্ত করে রাখছে।
তো ৬ ওভার যাওয়ার পরে বাংলাদেশ এমন বাজে খেলা শুরু করলো তাদের খেলা দেখে সবাই হতাশ।কারণ এইটুকু রানে তাদের ক্ছে কঠিন হয়ে গেছে, তাদের মনে হচ্ছিল যে ২০০ রান টার্গেট দিয়েছে তাদেরকে।এখানে কোন বড় রান ছিল না এখানে জাস্ট ছোট্ট একটি রান। যদি এখানে তারা ঠান্ডা মাথায় খেলতো এবং সিঙ্গেল নিয়ে যদি খেলতো তাও ম্যাচটি তাদের হাতে চলে আসতো।কিন্তু আফসোস ১০ ওভার খেলে ৫৮ রান নেন এবং ৪ টি উইকেট হারিয়ে যান।আসলে আমি মনে করি যে এখানে ক্যাপ্টেন না থাকার কারণে ক্যাপ্টেন্সি ভালো হয়নি।যাইহোক ১৪ ওভার খেলে ৭৩ রান এবং ৬ টি উইকেট হারিয়ে ফেলেন।একটা ম্যাচের ছয়টি উইকেট যাওয়া মানে পুরো ম্যাচ টি হেরে যাওয়া। এতগুলো ব্যাটসম্যান থাকা সত্বেও তারা কিছু করতে পারল না।শেষমেষে এসে বাংলাদেশ ৯ টি উইকেট হারিয়ে ফেলল এবং পাকিস্তান ১১ রানে উইন হলো।যাইহোক বাংলাদেশ ফ্যানরা কখনো এটা কল্পনা করতে পারেনি যে তারা এইটুকু রান নিতে পারবে না।যাই হোক এটা আমার শুধু আফসোস নয় এটা অনেকেই আফসোস করছে।তো বন্ধুরা আজকের মত আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
https://x.com/Polashislam681/status/1971938080241377320?t=K_kn_JMsT7yU7rC3wlIjuw&s=19
টুইটার লিংক
https://x.com/Polashislam681/status/1971575804430897432?t=_ksXQqwH_lvZOeP3qPpC2w&s=19