উপদেশ!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ইদানিং বই পড়ার সময় খুব একটা পাই না। শেষ বই কিনেছিলাম তিন মাস আগে। এবং শেষ বই পড়েছিলাম প্রায় দুই মাস হয়ে গিয়েছে। তবে ইদানিং অডিও বুক বেশ ভালোই শোনা হয়। প্রায়ই সময় পেলে অডিও বুক শুনি। আমি রিলস অথবা ফেসবুক ফালতু ভিডিও দেখা কখনোই প্রেফার করি না। আমি নিজেও খুব একটা দেখি না। ঐ সময় টা চেষ্টা করি অডিও বুক শোনার। এটা অন্যরকম এক প্রশান্তি দেয় আমাকে। গতকালের কথা। অফিস থেকে বের হয়েছি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আমার অফিস এলাকা থেকে যাএাবাড়ি প্রায় ৯ কিলোমিটার। তার উপর রাস্তায় প্রচণ্ড জ্যাম। অন্য সময়ে ঘন্টাখানেক লাগে। কিন্তু এই অবস্থায় কতক্ষণ লাগবে সেটা আমি ধারণা করতে পারলাম না। একটা বাসে উঠে পড়লাম। উঠেই ইউটিউবে গিয়ে চোখে পড়লো গল্প মিরের ঠেক চ্যানেলটা। ওটা থেকে আমি প্রায়ই অডিও বুক শুনি।
ওখানে গিয়ে একটু নিচে যেতেই চোখে পড়লো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটা কিশোর উপন্যাস সুন্দরবনে সাত বৎসর। এই বইটা আমি কয়েকমাস আগেই পড়েছি। তবে অডিও বুক শোনার অনূভুতি টা একেবারে আলাদা। যাইহোক আর কিছু না ভেবে ঐটা শুনতে শুরু করলাম। তখন বাসের ঐ কোলাহল বাইরের জ্যাম কোনকিছুর দিকেই আর আমার নজর একেবারেই যাচ্ছে না। সুন্দরবনে সাত বৎসর গল্প টা নিলু অর্থাৎ নিলমনি রায়কে নিয়ে। যে তার দাদার সাথে গঙ্গাসাগর গিয়ে ডাকাতের কবলে পড়ে। ডাকাত রা সবাইকে মেরে লুট করলেও তাকে কিছু করে না সাথে করে নিয়ে আসে। ঐ ডাকাত সরদার নিলুকে নিয়ে আসে তাদের বাড়িতে সুন্দরবন। ঐ বাড়িতে নিলুর বয়সী ডাকাতের একটা ছেলে ছিল যার নাম মংনু বা মন্নু।
দুজন একই বয়সের হওয়াই খুব দ্রুতই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। নিলুর বাড়ির জন্য মন খারাপ হলেও সুন্দরবনের সেই বিচিত্র সৌন্দর্য তাকে মুগ্ধ করেছিল। শেষ দিকে ঘটনাচক্রে নিলু গিয়ে পড়ে কাছিম খালির চরে। সেখানে তার পরিচয় হয় এক বৃদ্ধর সাথে। সেই বৃদ্ধকে অন্যরা সবাই পাগল মাথাখারাপ বলতো। কিন্তু নিলু যখন জানতে পারলো সে পাগল না। একপ্রকার ইচ্ছা করেই ঐ জনশূণ্য চরে থাকে। কাছিম ধরে তার মাংস খাই। এবং সে ঝিনুকের মুক্তা সংগ্রহ করে। এটা কেউ জানে না। সে যখন বলে তার কাছে প্রায় দুই লক্ষ টাকার মতো মুক্তা আছে তখন নিলু অবাক হয় এবং বলে তাহলে আপনি এখানে কেন আছেন। অন্য কোথাও গিয়ে সারাজীবন আরাম আয়েশে কাটান। তখন ঐ বৃদ্ধ যে কথাটা বলে সেটা রীতিমতো আমার হৃদয় গেঁথে গিয়েছে। " টাকা হলে মনে অহংকার আসবে, বিলাসের ইচ্ছা আসবে। এমন সুন্দর জায়গা থেকে হবে চির নির্বাসন"।।
এই কথাটা এককথায় সবকিছুর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। কয়েক বছর পরে নিলু ঐ বৃদ্ধর কাছ থেকে বাড়ি ফিরে যায়। গিয়ে দেখে তার মা মারা গেলেও বেঁচে আছে সেই দাদা। বাড়িতে গিয়ে ব্যবসা শুরু করে। পরবর্তীতে প্রায় মাঝে মাঝে নিলু ঐ বৃদ্ধকে স্বপ্নে দেখত। যে নিলুকে বলতো দাদু মানুষ হও সময় নষ্ট করো না। কী অসাধারণ এক উপদেশ। বইটা এখানেই শেষ হয়। অডিও বুকটা যখন শেষ হলো প্রায় দুই ঘন্টা লেগে গিয়েছে। একটু চোখ খুলে দেখি আমি তখনও পৌছায়নি। অর্থাৎ আমার আরও মিনিট দশ পনেরো লাগবে। রাস্তায় অনেক টা সময় জ্যামে থাকলেও সেটা আমি বুঝতে পারিনি। সময় টা আমার কাছে খুব দ্রুতই কেটে গিয়েছে। আমি বেশ উপভোগ করেছি। বিরক্তিকর সময় গুলো এভাবে কাটানো গেলে খারাপ হতো না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1973662817929793801?s=19
https://x.com/Emon423/status/1973662991070667140?t=iJlFzPAkkWL8osQ2FIRC9A&s=19
https://x.com/Emon423/status/1973663173803909346?t=QpSFu3_MBILOP7_uoEBQmw&s=19