সন্তান কোলে নিলে বহু উপকার, প্রমাণিত হলো গবেষণায়

in #babyborn8 years ago

সন্তান কোলে নিলে বহু উপকার, প্রমাণিত হলো গবেষণায়
image

সন্তানকে কোলে নিলে বা জড়িয়ে ধরলে অনাবিল আনন্দ কিংবা সুখ লাভ করেন এটি একটি সাধারণ বিষয়। কিন্তু সম্প্রতি বিষয়টির বৈজ্ঞানিক প্রমাণও পেলেন গবেষকরা।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, শিশুকে কোলে নিলে বা জড়িয়ে ধরলে সর্বোচ্চ সুখের পর্যায়ে পৌঁছায় একজন মা।

বির্কবেক ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, বিষয়টি অনুসন্ধানের জন্য তারা ইইজি ও জিএসআর ব্যবহার করে মস্তিষ্কের বিভিন্ন পরিবর্তন পরিমাপ করে দেখেন সন্তান জড়িয়ে ধরলে তাদের মস্তিষ্ক যথেষ্ট ইতিবাচকভাবে পরিবর্তিত হয়।

যদিও বিষয়টি অনেক আগে থেকেই মানবসমাজে প্রচলিত রয়েছে, এবার তা প্রমাণিত হলো। সন্তানের সঙ্গে স্বাভাবিক সময় ব্যয়, জড়িয়ে ধরা কিংবা কোলে নেওয়া এসব কাজেই এ অনাবিল আনন্দ লাভ করে মা। এর ফলে মায়ের দেহ ও মস্তিষ্কের নানা রাসায়নিকে পরিবর্তনও হয় বলে জানিয়েছেন গবেষকরা।

Sort:  


For more information, click here!!!!
Send minimum 0.010 SBD to bid for votes.
The Minnowhelper team is still looking for investors (Minimum 10 SP), if you are interested in this, read the conditions of how to invest click here!!!
ROI Calculator for Investors click here!!!