বৈশাখ মাসে ঝড়ের দিনে আম কুড়ানোর গল্প।
শুভ রাত্রি 🌃
আজ ১৯ ই এপ্রিল,
রোজ শনিবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
বৈশাখ মাস বাংলা মাসের প্রথম মাস। এখনো মনে পড়ে সে সোনালী দিনগুলোর কথা। কালবৈশাখী ঝড়ের সময় পুরো আকাশ কালো হয়ে আসতো। বিজলী চমকাতো উচ্চস্বরে। পাঁকা ধান খেত এবং গাছে ভরা আম। আম গাছের দিকে তাকালে জিভে জল চলে আসতো। নিজের গাছ থাকা সত্ত্বেও অন্যের গাছের দিকে নজরে চলে যেত। কিভাবে হাতের কাছে এনে খাবো তা নিয়ে বন্ধুদের সাথে আড্ডা জমাতাম। বৈশাখ মাসে প্রচন্ড ঝড় হয় সে সময় দল নিয়ে প্রস্তুত হয়ে যাই আম কুড়ানোর জন্য। তীব্র বাতাসের কারণে গাছ থেকে আম মাটিতে ছিটকে পড়ে। হাত দিয়ে যেগুলো ধরতে পারি সব গুলো নিজের ঝোলায় ভরে নিতাম। এরপর বাসায় নিয়ে ভর্তা করে খাওয়া হতো। ঝড়ের সময় বৃষ্টিতে ভেজার কারনে বাবা মায়ের বকা খেতাম। কখনো আবার দৌড়ে ঘর থেকে পালিয়ে যেতাম। কে মানে এসব কথা,আম কুড়াতে হবে এটাই আসল কথা।
সমাজে আশেপাশে যে গাছগুলোতে বেশি আম ধরতো টার্গেট করে রাখতাম। কখনো রাতে এবং দিনে সুযোগ পেয়ে ডিল ছুড়ে মারতাম। ডিলের আঘাতে বেশ কিছু আম পাওয়া যেত। কখনো আবার গাছ থেকে আম চুরি করতাম। সে আমগুলো বন্ধুের একসঙ্গে মিলে বিভিন্ন উপকরণ দিয়ে ভর্তা করে খেতাম। সে আনন্দ গুলো এখন স্মৃতির পাতায় রয়ে গেছে। মাঝেমধ্যে অতীতে ফিরে গিয়ে সে কথাগুলো স্মরণে আসে। সময়ের ব্যবধানে সোনালী দিনগুলো এভাবেই হারিয়ে যায়।
ছোটবেলায় বন্ধুদের নিয়ে বৃষ্টিতে ভিজে পুকুরে গোসল করা অন্যরকম মজা ছিল। মাঝেমধ্যে আমগুলো গাছ থেকে পড়ে পানির সঙ্গে ভেসে যেত পুকুরে। ঝাঁপ দিয়ে নেমে পড়তাম আমগুলো ধরার জন্য। একজন অন্যজনের উপরে ঝাঁপিয়ে পড়তাম কে বেশি আম কুড়াতে পারে প্রতিযোগিতায় লিপ্ত হতাম। এখনো বৃষ্টি আসলে আম কুড়াতে ইচ্ছে করে। কিন্তু আগের মত আনন্দ এখন আর পাওয়া যায় না। স্কুলে পড়ার সময় কবিতা পড়তাম বৈশাখ মাস নিয়ে এবং মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। এ সকল কবিতাগুলো বৈশাখ মাসে আনন্দ এবং উৎসবের দিনগুলো আরো জাকজমকপূর্ণ করে দিত। এখন দেশ ডিজিটাল হওয়ার পর অনেক কিছু স্মৃতির পাতায় রয়ে গিয়েছে। স্বপ্ন আছে স্মৃতির পাতায়। অতীতের কিছু কথা গুলো এখনো মনে পড়ে সে দিনগুলো আসার পর।
জানলা দিয়ে তাকিয়ে ছোট বাচ্চাদেরকে দেখলে মনে সেখানে আমিও আছি। বৈশাখ মাসের জোরালো বাতাস শরীরে উষ্ণতা ফিরিয়ে আনে। সে সময় ছিল না ঠান্ডা, জ্বর, কাশির মতো অতিরিক্ত অসুস্থতা। প্রতিদিন বৃষ্টিতে ভেজার কারণে হয়তো হালকা জ্বর ঠান্ডা হতো। আমার এখনো মনে পড়ে পাশের বাসার চাচির কথা। একদিন আম গাছে ঢিল ছুড়ে মারার কারণে বাবার কাছে বিচার দিয়েছিল। সে কারণে একদিন রাতে আমার ঘনিষ্ঠ বন্ধুদের কে নিয়ে এক বস্তা আম রাতে চুরি করে এনেছিলাম। সেগুলো না খেতে পেরে বাজারে বিক্রি করে দিয়েছিলাম। এখন সে বন্ধুত্ব আছে কিন্তু পারিবারিক চাপ এবং চাকরির কারণে মাসে এক দুইবার সাক্ষাৎ হয়। বৈশাখ মাসে আম কুড়ানোর স্মৃতি কমবেশি সবার আছে। আজকে আমার কিছু অতীতের কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | বৈশাখ মাসে ঝড়ের দিনে আম কুড়ানোর গল্প। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1912831822985343387?t=zVIpBdvW8slzRCaosOITeg&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1912829431074488611?t=Aj--4Ub1duveObBioGeNDg&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1912832542845309223?t=bjXgjDqoYZ7GMHNb4TMQwg&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1912838963221696981?t=FbqjrHXClSd3iY46tpzPAA&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1912839804880064837?t=JQJqnERzdcZjEWBpnyNz2A&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1913217525804138652?t=mFbrGom6BE4XwQmIswF_Kg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-Promotion
আপনার আম কুড়ানোর গল্প টি মন ছুঁয়ে গেলো আমার ভাইয়া।খুবই ভালো লাগলো গল্প টি।আসলে নিজের গাছে যতো আম থাকুক না কেন অন্যের গাছের টার প্রতি লোভ হয় বেশি। নালিস বাড়িতে গেছে তাহলে তো বকুনি খেয়েছেন অনেক। বন্ধু কে নিয়ে বস্তুা ভর্তি আম বিক্রি করেছেন সব মিলিয়ে অসাধারণ সুন্দর পোস্ট। ধন্যবাদ সুন্দর আম পাড়ার গল্প আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
হ্যাঁ ভাই বৈশাখ মাসে আমকুড়াতে এমনিতে মজা। ছোটকালে আমি নিজেও ঝড় বৃষ্টিতে আম কুড়াতাম। আর কারো সাথে ঝগড়া হলে তাদের আমগুলো নিয়ে আসতাম রাত্রেবেলা। যেমনটি আপনি আপনার পাশে এক চাচীর গাছ থেকে আম নিয়ে চলে আসলেন। আবার সেই আমগুলো বাজারে বিক্রি করে ফেলেছেন। এটি ঠিক ওই সময় এইরকম জ্বর সর্দি কাশি এগুলো ছিল না। হয়তোবা বৃষ্টির কারণে হালকা জ্বর হতো। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।