"পাকা কলার মজাদার কেক রেসিপি"

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।তবে বেশ ব্যস্ত সময় পার করতে হচ্ছে বলে নিয়মিতভাবে কিছুই করতে পারছি না।তারপরও আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

পাকা কলার মজাদার কেক রেসিপি:

GridArt_20241210_012143993.jpg

IMG_20241210_012700.jpg

কলা খুবই জনপ্রিয় একটি ফল।যেটা সারাবছর পাওয়া যায় ও খুবই উপকারী শরীরের জন্য।ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে,শরীরকে ঠান্ডা রাখতে এই ফলের জুড়ি নেই।যাইহোক আমি এখানে ব্যবহার করেছি সাগর কলা।যেগুলো আমাদের বাড়ির গাছের,খেতে খেতে কয়েকটি পড়ে ছিল।কিন্তু অতিরিক্ত পেকে যাওয়াতে কেউ খেতে চাইছিলো না,কি আর করার!তাই ডিম দিয়ে কেক তৈরি করে ফেললাম।যেটা খেতে খুবই মজাদার হয়েছিল।আর এটি ছোট থেকে বড় সকলের কাছেই বেশ ভালো লাগবে খেতে।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো চলুন শুরু করা যাক ভিন্নধর্মী রেসিপিটি---

IMG_20241210_012801.jpg

উপকরণসমূহ:

1.পাকা কলা- 5 টি
2.ডিম- 1টি
3.গুঁড়ো দুধ - 1 প্যাকেট
4.ময়দা- 1.5 কাপ
5.চিনি-1 কাপ
6.সাদা তেল-2.5 টেবিল চামচ
7.বেকিং পাউডার-1 টেবিল চামচ
8.ভ্যানিলা-1 টেবিল চামচ
9.রঙিন লজেন্স

GridArt_20241210_005408921.jpg

প্রস্তুত-প্রণালী:

ধাপঃ 1

IMG_20241210_010715.jpg
প্রথমে আমি পাকা কলাগুলি নিয়ে নেব।যেগুলো খুবই পেকে কালো হয়ে গিয়েছে।

ধাপঃ 2

IMG_20241210_010734.jpg
এখন কলাগুলির খোসা ছাড়িয়ে নেব।

ধাপঃ 3

IMG_20241210_010815.jpg
এবারে কলাগুলি হাত দিয়ে চটকে নেব যেন একদম দলাভাব না থাকে।

ধাপঃ 4

IMG_20241210_010835.jpg
এখন একটি গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে পরিমাণ মতো গরম জলে মিশিয়ে নেব।

ধাপঃ 5

IMG_20241210_010753.jpg
এরপর পরিমাণ মতো চিনি,ময়দা ও বেকিং পাউডার নিয়ে নেব কলার মধ্যে।

ধাপঃ 6

IMG_20241210_010907.jpg
এবারে সাদা তেল ও একটি ডিম দিয়ে দেব কলার মধ্যে।

ধাপঃ 7

IMG_20241210_011020.jpg
এখন উপকরণগুলি একটি চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।

ধাপঃ 8

IMG_20241210_011038.jpg
এবারে ভ্যানিলা ও দুধের মিশ্রণটি দিয়ে দিলাম।

ধাপঃ 9

IMG_20241210_011102.jpg
এরপর পুনরায় নেড়েচেড়ে একটি ঘন বেটার তৈরি করে নিলাম।

ধাপঃ 10

GridArt_20241210_010354402.jpg
এখন একটা টিফিন বাটির মধ্যে সাদা রঙের কাগজ দিয়ে দিলাম।সেই কাগজে সাদা তেল মিশিয়ে দিলাম এবং কেকের মিশ্রণটি ঢেলে দিলাম কাগজের মধ্যে।

ধাপঃ 11

IMG_20241210_012240.jpg
এখন বাতিটি ট্যাপ করে করে কেকের বেটারটি ভালোভাবে সেট করে নিলাম।সবশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম রঙিন লজেন্স।

ধাপঃ 12

IMG_20241210_011123.jpg
এরপর টিফিন বাটির ঢাকনা লাগিয়ে নিয়ে একটি শুকনো কড়াইতে বসিয়ে দেব।তারপর 35-40 মিনিট জ্বাল করে নেব মিডিয়াম ও লো আঁচে।

ধাপঃ 13

IMG_20241210_012256.jpg
এবারে কেকের পাত্রটি নামিয়ে ঢাকনা খুলে নেব।

ধাপঃ 14

IMG_20241210_012346.jpg

IMG_20241210_012321.jpg
তো আমার কেকটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে।যেটির উপর ও নিচের দিকটা এমন দেখতে হয়েছিলো।

শেষ ধাপঃ

IMG_20241210_012451.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "পাকা কলার মজাদার কেক রেসিপি"

পরিবেশন:

IMG_20241210_012544.jpg

IMG_20241210_012619.jpg

IMG_20241210_012503.jpg
এখন কেকের নিচের কাগজ সরিয়ে এটি পরিবেশন করতে হবে গরম কিংবা ঠান্ডা যেকোনো অবস্থায়।এটি খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিলো।।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 7 months ago 

টাস্ক প্রুফ:

GridArt_20241210_070637767.jpg

 7 months ago 

পাকা কলা দিয়ে আপনি খুব মজার একটা কেক তৈরি করেছেন। পাকা কলার কেক কখনো খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। একবার ট্রাই করে দেখবো এই রেসিপিটা। আপনি খুব সুন্দর ভাবে এটা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

অবশ্যই ট্রাই করে দেখবেন আপু,ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে পাকা কলার মজাদার কেক রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ইউনিক রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। আপনার তৈরি রেসিপি দেখেই জিভে জল চলে আসলো। এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 7 months ago 

হ্যাঁ ভাইয়া, খুবই মজাদার হয়েছিল খেতে এটা।ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 7 months ago 

পাকা কলা দিয়ে কেক কিংবা যেকোনো পিঠা তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয়।এতো পাকা কলা আমাদের বাসায় ও কেউ খেতে চায় না।তাই এ ধরনের কেক তৈরি করে নিলে সবাই খুব মজা করে খেতে পারে।কেক তৈরি করার রেসিপিটি ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ দিদি।

 7 months ago 

আপু, ট্রাই করে দেখতে পারেন এভাবেও আপু।ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

কলা দিয়ে যে কেক বানানো যায়,এটা প্রথম দেখলাম। এইজন্যই বলে দুনিয়ায় জানার কোন শেষ নেই৷ তবে কেক দেখেই ধারণা করতেছি খুবই টেস্টি হইছে খাইতে। ধন্যবাদ দিদি ইউনিক রেসিপিটি শেয়ার করার জন্য।

 7 months ago 

হ্যাঁ দাদা,খুবই টেস্টি হয়েছিল।আর আমি আগেও এমন অনেক কলার রেসিপি শেয়ার করেছি।যেমন,, পিঠা ও প্যান কেক ইত্যাদি।ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

একদমই চমৎকার সুন্দর সুস্বাদু ইউনিক রেসিপি পাকা কলার মজাদার কেক রেসিপি টি ভীষণ লোভনীয় হয়েছে। দেখেই খেতে মন চাচ্ছে। ধাপে ধাপে চমৎকার সুন্দর রেসিপিটি ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 7 months ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আপনি আজকের ডেইলি টাস্ক কমপ্লিট করেননি। নমিনেশন চালু রাখতে ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করুন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক বা স্ক্রিনশট শেয়ার করুন।

বিস্তারিত: https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important

টাস্ক: https://hackmd.io/@rex-sumon/H1bnltPMye

 7 months ago 

করে দিয়েছি তো দাদা তবে অন্য পোস্টে শেয়ার করে দিয়েছিলাম।এখন আবার এটাতেও করে দিলাম😊.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

পাকা কলা দিয়ে দেখছি অনেক মজাদার ভাবে কেক তৈরি করে নিয়েছেন। আপনার তৈরি করা কেক যেমন ইউনিক ছিল, তেমনি দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। এরকম ভাবে কখনো পাকা কলার কেক তৈরি করা হয়নি। দেখেই বুঝতে পারছি এই কেক অনেক মজা করে খেয়েছিলেন।

 7 months ago 

আপু সময় পেলে অবশ্যই তৈরি করে খাবেন এভাবে।আসলেই মজা করে খেয়েছিলাম, ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

কলা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আসলেই কলা বেশি পেকে গেলে খুব একটা খেতে চায় না আর আপনি সেই পাকা কলা দিয়েই ইউনিক ধরনের একটা কেক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে সত্যিই মুগ্ধ হলাম কারণ এরকম ভাবে কখনো কেক তৈরি করতে দেখিনি কাউকে। আপনার তৈরিকৃত এই কলা দিয়ে কেক তৈরির রেসিপি দেখে বোঝাই যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

 7 months ago 

এখন দেখে নিলেন ভাইয়া,ধন্যবাদ আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।ধন্যবাদ আপনাকে।