আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - জমিদার সিটি ডেভেলপমেন্ট - Jamider City Development

in #bangla7 months ago

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি..."

আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা নিজেদের বুকের রক্ত ঢেলে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। সালাম, রফিক, বরকত, জব্বারসহ সকল ভাষা শহীদের আত্মত্যাগ আমাদের জাতীয় গৌরবের প্রতীক।
বাংলা ভাষার জন্য তাঁদের এই আত্মত্যাগ শুধু আমাদেরই নয়, বরং পুরো বিশ্বের জন্য এক বিরল ইতিহাস।

ইউনেস্কো ১৯৯৯ সালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা আজ বিশ্বব্যাপী ভাষার অধিকার রক্ষার প্রতীক হিসেবে পালিত হয়।

আসুন, একুশের চেতনাকে বুকে ধারণ করে সব মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হই, বাংলা ভাষাকে ভালোবাসি, এবং সঠিকভাবে চর্চা করি। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করি।

21st feb.png

প্রতিটি বাড়ি থেকেই শুরু হোক মাতৃভাষা জাগরণ
আসুন ভাষার মাসে আমরা আমাদের মাতৃভাষার প্রতি যন্তশীল হই।
প্রতিটি বাড়িতেই মাতৃভাষার চর্চা হোক।

21st Februay from Jamider City Development.png