গল্পঃ শেষ চিঠি / মা ও তার ছেলে
মা প্রতিদিন বিকেলে বারান্দায় বসে থাকতেন। তার চোখ যেন সারাক্ষণ রাস্তায় কারও অপেক্ষায়। রাহুল শহরে চাকরি করে, মা একাই গ্রামের পুরনো বাড়িতে থাকেন।
"আজ না হয় ফোন দিতেই পারতো," মা প্রায় প্রতিদিন নিজেকেই নিজে বলেন।
রাহুল ব্যস্ত থাকে—মিটিং, কাজ, বন্ধুদের আড্ডা… সময় কোথায়?
একদিন ফোন এল রাহুলের কাছে পাড়ার রতনের কাছ থেকে।
– "দাদা, কাকিমা আর নেই।"
রাহুল ছুটে এল, কিন্তু তখনও সে মায়ের চোখে খুঁজছিল সেই শেষ অপেক্ষাটুকু। বিছানার পাশে একটি চিঠি ছিল, মায়ের হাতের লেখা—
"রাহুল, জানি তুই ব্যস্ত। কিন্তু শুধু একটু কথাই বলতে চেয়েছিলাম—তুই ভালো থাকিস, আর মাঝে মাঝে একটা ফোন করিস… মায়েরা খুব একা বোধ করে।"
রাহুল চুপচাপ চিঠিটা বুকের কাছে চেপে ধরল।
শিক্ষাঃ
আমরা প্রিয়জনদের জন্য সবকিছু করতে চাই, কিন্তু সময়টুকুই তাদের সবচেয়ে বড় প্রয়োজন। ভালোবাসা শুধু উপহার নয়, সময় দেওয়াও ভালোবাসার একটি রূপ।