স্বপ্নপূরণের পথে আমার ৫টি শিক্ষা — আমি Zulkarnaine"

in #bangla2 months ago

মূল লেখা:
আমি Zulkarnaine। আমি একজন স্বপ্নবাজ মানুষ—স্বপ্ন দেখি নিজেকে প্রতিষ্ঠিত করার, অন্যদের উপকার করার, আর নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর।
আমার লক্ষ্য হচ্ছে সরকারি স্বাস্থ্যকর্মী হওয়া, একজন BCS (Health) ডাক্তার হিসেবে দেশ ও মানুষকে সেবা দেয়া। এই পথে আমি যা শিখেছি, আজ সেটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি।

১. শুরু করার জন্য আদর্শ সময় নেই, শুরু করে দাও
যেদিন ভয়কে দূরে সরিয়ে পড়া শুরু করলাম, সেদিনই আমার যাত্রা শুরু হলো। মোবাইল দিয়ে পড়া, ইউটিউব দেখে শেখা—এইভাবেই আমি এগিয়ে যাচ্ছি।

২. নিজের লক্ষ্যকে অন্যের মতামতের ওপরে রাখো
অনেকে বলেছে: “তুই পারবি না, এত প্রতিযোগিতা!” আমি চুপচাপ তাদের ভুল প্রমাণের প্রস্তুতি নিয়েছি। আজ আমার আত্মবিশ্বাস বলে—“আমি পারবো, ইনশাআল্লাহ।”

৩. শেখার জন্য ছোট হতে শেখো
আমি এখনো কম্পিউটার চালাতে পারি না, কিন্তু মোবাইলই আমার শক্তি। আমি হাল ছাড়িনি, শিখছি—এই ChatGPT থেকেও।

৪. প্রতিদিন কিছু না কিছু করো
প্রতিদিন এক পৃষ্ঠা হলেও পড়ি, প্রতিদিন কিছু না কিছু লিখি বা শিখি। ছোট ছোট অভ্যাসই একদিন বড় ফল আনে।

৫. অন্যকে সাহায্য করো, নিজের পথ খুলে যাবে
আমি এখন Rokomari থেকে বই বিক্রি করি—একদিকে ইনকাম, আরেকদিকে মানুষকে পড়াশোনায় উৎসাহ দিচ্ছি। এই দুটোই আমার পথকে শক্তিশালী করেছে।

শেষ কথা:
যদি তুমি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো, যদি পরিশ্রম করো, তাহলে তোমাকে কেউই থামাতে পারবে না। Steemit-এ লেখো, শিখো, উপার্জন করো—আর নিজের গল্প দিয়ে অন্যদের অনুপ্রাণিত করো।

ধন্যবাদ! আমি Zulkarnaine – স্বপ্ন দেখছি, হাঁটছি, শিখছি।

Sort:  
Loading...