ছোট একটা আইডিয়া, জীবন বাঁচাতে পারে , আইডি কার্ডে বাবা-মার নাম্বার রাখুন

in #bangla2 days ago

একটা ছোট জিনিস, কিন্তু অনেক বড় প্রভাব >আপনার সন্তানের স্কুল আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর লেখা আছে কি?

আজকাল অনেক শিশু স্কুলে যায়, কোচিং করে, খেলতে বের হয় / রাস্তাঘাটে যেকোনো সময় অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে। হঠাৎ পথ হারিয়ে ফেলা, অসুস্থ হয়ে পড়া, দুর্ঘটনা, এমনকি মোবাইল ফোন না থাকা বা চার্জ না থাকা I এসব সময় একজন ভালো মানুষও যদি সাহায্য করতে চায়, সে জানবে না কাকে ফোন দিতে হবে।

ID card.568Z.png

এই সমস্যার সহজ সমাধান?
একটি ছোট্ট ব্যবস্থা > আইডি কার্ডে বা ব্যাগে স্পষ্টভাবে বাবা-মা বা অভিভাবকের নাম ও মোবাইল নাম্বার লিখে দিন।

আজকের ছোট এই উদ্যোগ কালকে আপনার বা অন্য কারো জীবন বাঁচাতে পারে।
দয়া করে এই সচেতনতা ছড়িয়ে দিন। নিজের সন্তানদের পাশাপাশি অন্যদেরও মনে করিয়ে দিন , যেন তারা এই গুরুত্বপূর্ণ ছোট পদক্ষেপটি গ্রহণ করে।

Sort:  
Loading...

Thanks all