নিন্দুকদের সমালোচনা এড়াতে চাই সুন্দর মন মানসিকতা

in আমার বাংলা ব্লগ4 years ago

received_4093184220791118.jpeg

আমাদের আশেপাশে সমালোচনাকারী ব্যক্তির অভাব নেই। পাড়া-প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব জায়গায় রয়েছে সমালোচনাকারী। আর এই সমালোচনাকারীরা সব সময় আপনার পিছে আঠার মত লেগে থাকে। কোথাও কোনো খুঁত পেলে তা নিয়ে সমালোচনা শুরু করে দেয়। আমাদের চারপাশের এই সমালোচনাকারী ব্যক্তিদেরকে নিন্দুক বলা হয়।

নিন্দুকরা সব সময় আপনার সমালোচনা করবে। এখন আপনি ভালো কিছু করুন কিংবা খারাপ কিছু করুন,নিন্দুকদের তা দেখার বিষয় নয়। খারাপ কিছু করলে অবশ্যই সমালোচনা করবে, আর ভালো কিছু করলে ওই বিষয়বস্তু থেকেও খুত বের করেও তা নিয়ে সমালোচনায় মেতে ওঠে। যার ফলে একজন ভালো মানুষের মন মানসিকতার পরিবর্তন ঘটে যায়। মন মানসিকতা পরিবর্তনের ফলে আমরা সব সময় পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করি। আর এই পাল্টা জবাব দিতে গিয়ে বেধে যায় নানা ধরনের বাধা বিপত্তি। আবার অনেক সময় হাতাহাতি কিংবা ঝগড়া পর্যন্ত লেগে যায়।ফলে সম্পর্কগুলো খারাপ হয়ে যায়।

সুন্দর মন মানসিকতা নিন্দুকদের সমালোচনা এড়িয়ে ভালোভাবে চলতে সাহায্য করে। মন মানসিকতা সুন্দর হলে মানুষ সাধারণত রেষারেষি কিংবা ঝগড়াঝাঁটিতে লিপ্ত হয় না। মন মানসিকতা সুন্দর হলে মানুষ সাধারণত সহজ-সরল ভাবে জীবনকে উপভোগ করে। এখন সুন্দর মন মানসিকতার একটি নমুনা দেওয়া যাক। এই যেমন ধরুন ৭০ বছর পূর্বে আমি আপনে কেউ এই পৃথিবীতে ছিলাম না, আবার ৭০ বছর পরেও আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না। এই ক্ষণস্থায়ী জীবনে একে অন্যের নামে কথা লাগিয়ে কিংবা সমালোচনা করে কিই বা লাভ হবে। আবার কেউ সমালোচনা করলে তার পাল্টা জবাবই বা কেন দেবো। তার থেকে বরং সবার সঙ্গে মিশে জীবনটাকে উপভোগ করাই শ্রেয়।

received_214333674053443.jpeg

Sort:  

সমালোচনাকারী আমাদের জীবনে থাকবেই এটা স্বাভাবিক।একটা কথা আমি বিশ্বাস করি যে জীবনে কত সমালোচক আসবে জীবন তত সুন্দর হবে।আর এজন্য আমি নিন্দুক কে খুব ভালোবাসি।
আপনি খুব সুন্দর লিখেছেন ভাই।অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাই।

 4 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।

 4 years ago 

বাহ্ আপনি অনেক ভালো একটি বিষয় নিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। নিন্দুক অচিরে ছিলো এখন ও আছে ভবিষ্যৎ ও থাকবে। তাই বলে কি জীবন থেকে থাকবে..?মোটেও না, আমাদের সুন্দর মন মানসিকতা পারে তাদের সমালোচনা এরিয়ে সামনের দিতে অগ্রসর হতে।

 4 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আমার মতে,সমালোচনা কারি সবার বন্ধু। কারন ও আপনার প্রচারক। আর প্রচারে প্রসার।
সুন্দর উপস্থাপনা।

 4 years ago 

ঠিক বুঝতে পেরেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

পাছে লোকে কিছু বলে।হাতি চলার পথে দুএকটি কুকুর ঘেউঘেউ করে থাকে, তবু হাতির পিছনে তাকার সময় নেই,অনেক পথ তাঁকে পাড়ি দিতে হবে।অনেক সুন্দর লিখেছেন এ জন্য ধন্যবাদ।তবে পোস্টের শুরুতে সম্ভাষণ থাকলে আরো বেশি ভালো হতো।শুভেচ্ছা রইল।

 4 years ago 

গঠণমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।