বাংলাদেশের গ্রামের প্রকৃত গ্রামের অপ্রকাশিত ছবিঃ পর্ব - ২

in #bangladesh3 years ago

বন্ধুরা,
আজ আমি আপনাদের জন্যে নিয়ে এলাম আরও দশটি বাংলাদেশের গ্রামের অদেখা ছবি। যা এখানকার আগে কোথাও পাবলিশ হয়নি। আপনারা পাশে থাকলে আমি নিয়মিত এই ধরনের নতুন নতুন ছবি পোস্ট করবো। যা আমি পৃথিবীর পথ প্রান্তরে ঘুরতে ঘুরতে কালেকশান করেছি। তা আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করবো।

ভালবাসা জানবেন। এখন ছবিগুলা আগে দেখুন - বাকি কথা তারপর।

IMG_1839.JPG

এই পথ ধরে বাড়ি ফেরে নস্টালজিয়া

IMG_1854.JPG

আম আমার প্রিয় ফলের একটি

IMG_1900.JPG

তালছে তাল মিলা

IMG_2247.JPG

নারিকেল গাছের ছায়ায় তেষ্টা মেটায় অচেনা পথিক

IMG_2255.JPG

ইটের রাস্তা গ্রামের উন্নয়ন নিয়ে আসে বৈপ্লবিক পরিবর্তন

IMG_4333.JPG

শৈশব আমাদের জীবনের সেরা সময়

IMG_5633.JPG

মেঠোপথ ধরেই আমাদের অতীত আমাদের বর্তমানে নিয়ে আসে

IMG_5635.JPG

বিদ্যুৎ এখন গ্রামে পৌঁছে গ্যাছে

IMG_5929.JPG

এই আইল ধরেই হেটে আসে বাঙলার ইতিহাস ও সংস্কৃতি

IMG_5932.JPG

এই ধান আমাদের ভাত দেয়, ভাত বাঙালির প্রধান খাদ্যশস্য।

বন্ধুরা এই সিরিজের আরও সুন্দর সুন্দর ছবি দেখতে থাকুন আমার সাথেই।