মধ্যপ্রাচ্যের দেশগুলাতে কি জন্য নারী শ্রমিক পাঠায়?

in #bangladesh7 years ago

একটা কথা বাঙালরা কিছুতেই বুঝতে চাই না,নবীদের দেশে নবী-রাসূলরাই শুধু ভালো ছিলো।একচেটিয়া সব আরবদেশীয়রা ভালো না।কি জন্য যে আল্লাহ আরবদেশে নবী-রাসূল প্রেরণ করেছিলো সেইটা বলতে গেলেই আমাকে ঢেউটিন বানিয়ে ছাড়বে মুমিনরা।
পঙ্গু হয়ে, আরো কত কি হয়ে যেসমস্ত মহিলারা দেশে ফিরছে তারাই ভালো জানে,পবিত্র দেশের পবিত্র মানুষেরা কতটা পবিত্র!!
তবুও বাঙালরা বলবে ওখান থেকে খুঁত হয়ে ফেরা এটাও তো অনেক পূণ্যের বিষয়।কজনই বা এমন পূণ্যবান হতে পারে।