চকবাজারে রাসায়নিক গুদাম পুড়ে গেছে

in #bangladeshnews2 years ago

Chawkbazar-fire-86b71fedb3cab7009e8fc876865a52e9.jpg

পুরান ঢাকার চকবাজার এলাকায় শনিবার ভোরে জুতার কারখানার একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (ঢাকা বিভাগ) উপ-পরিচালক সালেহ উদ্দিন জানান, ভোর সাড়ে ৩টার দিকে এশিয়া রাবার ইন্ডাস্ট্রি নামের একটি জুতার কারখানার রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত হয় এবং সেটি পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।

“গুদামের ভেতরে প্লাস্টিকের সামগ্রী থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। জুতা তৈরিতে ব্যবহৃত প্লাস্টিক ও আঠালো গুদামে মজুদ ছিল,” সালেহ উদ্দিন বলেন।

অগ্নিনির্বাপক ইউনিটগুলি সরু রাস্তার কারণে ঘটনাস্থলে পৌঁছতে অনেক কষ্ট করেছে, তিনি আরও বলেন: "এলাকায় পানির অভাবের কারণে আমরা পানি আনতেও অসুবিধার সম্মুখীন হয়েছি।"আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং কারণ চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

2019 সালে, একটি রাসায়নিক গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 67 জন নিহত এবং 41 জন আহত হয়েছিল এবং চকবাজার এলাকায় আরও চারটি সংলগ্ন ভবনের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়েছিল।