চাঁদের কাছে চিঠিsteemCreated with Sketch.

চাঁদের কাছে চিঠি লিখি,
অন্ধকারে কেবল সে-ই তো দেখি।
আলো তার নয় চোখের ধাঁধা,
হৃদয়ের গভীর সাদা কথা।

নির্জন রাতে যখন থাকি একা,
চাঁদ তখন দেয় না দেখা।
তবুও জানি, আড়ালে সে হাসে,
চুপিচুপি আলো ছড়ায় আশে-পাশে।

চাঁদ বলো তো, তুমি কি কাঁদো?
আকাশ জুড়ে একা একা বাদল ঝরাও?
নাকি রাতের বুকেই খুঁজি তুমি গান,
যার সুরে বাজে ভালোবাসার টান?

আমি লিখি, তুমি পড়ো,
হয়তো উত্তর দাও অশ্রুর ছোঁয়ায়।
এই যে হৃদয় ভরা কবিতা,
চাঁদের কাছে শুধু আমার চিঠি তা।