কয়েকদিন আগেই বারুইপুরের নবগ্রামে ২০০০ টাকা (রুপিস) সরস্বতী পূজার চাঁদা না দেয়ায় একটি পরিবারের

in #baruipur6 years ago

কয়েকদিন আগেই বারুইপুরের নবগ্রামে ২০০০ টাকা (রুপিস) সরস্বতী পূজার চাঁদা না দেয়ায় একটি পরিবারের ওপর আক্রমন করে পরিবারের একটি মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে স্থানীয় ক্লাবের নেপাল নামে কেউ একজন ও তার দলবল। আমার কথা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে মানুষের ওপর জুলুমবাজি কেন করতে হয়? নিজেদের বাপের কলার ধরে টাকা আদায় করতে পারিস না ? কিংবা লোকাল মাফিয়ার মাথায় ঘোড়া ঠেকিয়ে ? কিংবা রতন টাটার দু'গালে দুটো চর মেরে ? কিংবা বড় বড় সুবিধাবাদী রাজনৈতিক নেতাদের পেদিয়ে ? নাকি , বাঁড়ার সাইজ এতটাই ছোট যে অত সাহস নেই বলে ভিতু শুয়োরের মত এই ধরনের আক্রমন করতে হয় সাধারণ মানুষের ওপর ? #Baruipur #Nabagram

নোটঃ পরে জানা গিয়েছে চাদাটি পৌষ মেলা সংক্রান্ত কারণে নেয়া হচ্ছিল ও টাকার পরিমাণ ১০০০ টাকা হতে পারে।

https://www.anandabazar.com/state/rape-attempt-on-a-teenage-girl-in-baruipur-1.1098759