শুনলাম, #বারুইপুর রায়চৌধুরী জমিদার বাড়িতে ওয়েব সিরিজের শুটিং -এ নাকি ভেজা লাইট স্ট্যান্ডে
শুনলাম, #বারুইপুর রায়চৌধুরী জমিদার বাড়িতে ওয়েব সিরিজের শুটিং -এ নাকি ভেজা লাইট স্ট্যান্ডে হাত দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের পরিবার ও অন্যান্য কিছু লোক অভিযোগ করেছেন যে, ভেজা লাইট স্ট্যান্ডে হাত দিতে বাধ্য করা হয়েছে। অস্বীকার করেছে কেয়ারটেকার ও প্রশাসন। আচ্ছা, আমার জানতে ইচ্ছে করে যে... এর আগে রায়চৌধুরী বাড়িতে এই ধরণের "দুর্ঘটনা" আর কয়বার ঘটেছে? কেউ জানলে অনুগ্রহ করে বলবেন।