অবশেষে সমস্যার সমাধান ল্যাপটপের ব্যাটারি কিনে ।।
বিদ্যুতের যে অবস্থা কোন কাজ আগাতে পারছিলাম না। এদিকে আমার ল্যাপটপের ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে।wifi না থাকলে যে এমবি দিয়ে কাজ করবো সেটাও সম্ভব হচ্ছিল না।লোডশেডিং শুরুর দিকে কম থাকলেও ইদানিং প্রচুর সমস্যা দিচ্ছে।তো ব্যাটারি ছাড়া পরিত্রাণ নাই। এদিকে আবার ব্যাটারি কিনতে গিয়ে ঝামেলা।আগে অর্ডার দিতে হবে তারপর কয়েকদিন পর পাওয়া যাবে।তো অর্ডার দিলাম গত বৃহস্পতিবার হাতে পেলাম মঙ্গলবার।ল্যাপটপ নতুন মডেল(এইচপি এলিটবুক৮৩০ জি ফাইভ) তাই নাকি অর্ডার দিলে তারপর এনে দেয়।অর্ডার না দিলে স্টক করে না।বিভাগীয় শহরে যদি সামান্য ব্যাটারি না পাওয়া যায় ব্যাপারটা দুঃখজনক। বয়স ছয় মাস মাত্র।চার্জে দিয়ে কাজ না করার জন্য অল্প দিনেই ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে।যাইহোক অবশেষে সমস্যার সমাধান হলো ল্যাপটপে ব্যাটারি লাগিয়ে ।এখন অপেক্ষা লোডশেডিং সমস্যার সমাধানের।
ইতিমধ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য অন্যান্য দেশের মতো আমাদের দেশকেও সমস্যায় ফেলেছে। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন লোডশেডিং এর প্রধান কারণ। গ্যাস স্বল্পতার জন্য বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এজন্য় দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।লোডশেডিং সমস্যা সমাধানে বিভিন্ন বাবস্থা গ্রহণ করছে বাংলাদেশ সরকার।আশা করছি খুব দ্রুত লোডশেডিং সমস্যার সমাধান পাব।
আজকের মতো এখানেই শেষ করছি।ধন্যবাদ সবাইকে আমার লিখাটি পড়ার জন্য।
মাত্র ৬ মাসে ব্যাটারি নষ্ট হয়ে গেল ব্যাপারটা খুব খারাপ ই হয়েছে । তারপরেও এইচপি এর মত এমন নামী ব্রান্ডের ল্যাপটপ । ইলেক্ট্রনিক্স অপ্লায়েন্স গুলোর প্রতি একটু অযত্ন হলেই বড় রকমের ডোনেশন দেয়া লাগে পরে ।
তবে এখন নতুন ব্যাটারি নিয়ে খুব ভাল মত চার্য করে নিয়ে তারপর ইউজ করেন । এতে ভাল রেজাল্ট পাবেন । আপাতত বিদ্যুতের অবস্থা এমনি থাকবে মনে হচ্ছে ।
ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার মূল্যবান কমেন্ট এর জন্য ।জি ভাইয়া আপনি ঠিকই বলেছেন।এত ভালো ল্যাপটপ তাও ব্যাটারির জন্য ডোনেশন গেল।