মজার গল্প : খরগোশ ও বাজপাখি

in #bdcommunitylast month (edited)

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন।
এক জঙ্গলে একটা খরগোশ দম্পতি বাস করতো। তাদের ছিলো একটা ছোট্ট ছানা।আর সেই জঙ্গলে একটা লম্বা সেগুন গাছের মগ ডালে বাস করতো একটা দুষ্টু বাজপাখি। একদিন বাজ পাখিটি খরগোশ ছানাটিকে ধরে নিয়ে চললো।খরগোশ ছানাটির মা গভীর দুঃখে কাকুতি মিনতি করলো।কিন্তু বাজপাখিটি তা শুনলো না,,সে এটাই ভাবলো যে অনেক উঁচুতে সেগুন গাছে আমার বাসা।খরগোশ আর আমার কিবা ক্ষতি করতে পারবে? সেতো আমার নাগালই পাবেনা, আমি আমার বাসায় গিয়ে খরগোশ ছানাটিকে মেরে নোখ আর ঠোঁট দিয়ে চিরে চিরে ঠুকরে ঠুকরে মজা করে খাবো। এই ভেবে সে ছানাটিকে নিয়ে চললো তার বাসায়। মা খরগোশটি তার সন্তানকে বাঁচানোর জন্য দৌড়ে লোকালয়ে চলে গেলো। সেখানে এক মানুষের ঘর থেকে আগুন নিয়ে আসলো।এবং সোজা সেগুন গাছের নিকট আগুন নিয়ে চলে গেলো। তখন খরগোশ বাজপাখি টিকে ভয় দেখিয়ে বললো হয় আমার বাচ্চা আমাকে ফেরত দাও না হলে এই গাছসহ তোমার বাসা ও পুড়িয়ে দেবো। বাজ পাখিটির বাসায় তার ডিম ছিলো,তখন বাজপাখিটি খুবই ভয় পেয়ে গেলো এবং তাৎক্ষনাৎ সে খরগোশ ছানাটিকে ফেরত দিয়ে দিলো এবং খরগোশটির কাছে ক্ষমা চাইলো। এইভাবে মা খরগোশটি বুদ্ধি খাটিয়ে তার বাচ্চাটিকে রক্ষা করলো।
বন্ধুরা গল্প টি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি।