ছবিটি আমার গ্রামের। একটি মনোমুগ্ধকর সময় ছিল।ছবিটি যতই দেখি ততই আমার দেশের প্রকৃতির প্রেমে পরে যাই।কালো মেঘ থেকে উকি দাওয়া রঙ ধনু,চারিদিকে পানিতে ঘেরা।ওই দূরে সবুজ শ্যামল গাছপালার সাথে মিসে আছে মানবজীবন এর বসবাস কৃত বাড়ী।এ যেনো সপ্নে দেখা একটি প্রাকৃতিক ছবি।💓
