আমার তোলা টগর ফুলের আলোকচিত্র 📸 🌹
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু টগর ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
টগর ফুলের আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- realme C55
টগর ফুল আমাদের সকলের বেশ পরিচিত ফুল। আমাদের দেশে সর্বত্র টগর ফুল দেখতে পাওয়া যায়। এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর। ফুল নান্দনিক সৌন্দর্য সত্যি খুব অসাধারণ। টগর ফুলের পাপড়ির গঠন বৈশিষ্ট্য খুবই দারুণ। এই ফুলের অনেক জাত রয়েছে। টগর ফুল সাধারণত সাদা রঙের হয়ে থাকে। টগর ফুলের পাতা সবুজ রঙের হয়। আমাদের দেশের সর্বত্র এই ফুল পাওয়া যায়। টগর ফুল সাধারণত বসতবাড়ির আঙ্গিনায়, রাস্তার দুই পাশে, জলাশয়ের ধারে, ফুল বাগিচায় দেখতে পাওয়া যায়। টগর ফুল গ্রীষ্মকাল এবং বর্ষাকালে ফুটে থাকে। সাদা রংয়ের ফুল গুলো সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে। টগর ফুল দেখতে আমার কাছে খুব ভালো লাগে।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MdAgim17/status/1936466841020531198?t=dOAs683s2DBulqOAFdNdRg&s=19
Every detail of this photography is so beautifully captured by your skilled camera.