অ্যালোভেরা গাছের ফটোগ্রাফি || 10% beneficiary @beautycreativity

in Beauty of Creativity2 months ago

হ্যালো বন্ধুরা


সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতিনিয়ত চেষ্টা করেই নতুন কি করা যায়। এখনকার মধ্যে আমার কাছে ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। এইজন্য ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি। তেমনি আজকেও নতুন কিছু ফটোগ্রাফি নিয়ে আসলাম। এখন তো কোথাও বের হলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। কারণ ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আশা করি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250619_094815.jpg

আজকে আমি আপনাদের মাঝে অ্যালোভেরা গাছের ফটোগ্রাফি শেয়ার করব। এই গাছগুলো আমার খুব প্রিয় এবং পছন্দের একটি ফুল। সত্যি বলতে এই গাছগুলো যেমন পছন্দ করে তেমনি এই গাছগুলোর ডাল আমার খুব কাজে লাগে। মাঝেমধ্যে এই গাছের ডালের রস দিয়ে আমি অনেক কিছু বানায়। আবার অ্যালোভেরা গাছের ডালের রস দিয়ে শরবত বানানো হয়। এই গাছগুলো অনেকের টপের মধ্যে রোপন করে। আর যত্ন নিলে এই গাছগুলো মোটামুটি অনেক বছর পর্যন্ত টিকে। এই গাছ থেকে আবার ছোট ছোট চারা গাছ জন্ম নেই। হবে নার্সারি বাগান বা বিভিন্ন বেন গাড়ির মধ্যে এলোভেরা গাছগুলো দেখা যায় তারা বিক্রি করার জন্য রাখে। আমাদের বাড়ি তো আমি কিন্তু অ্যালোভেরা গাছ রোপন করেছি। কিছুদিন আগে আমি আমার বড় বোনের বাসায় বেড়াতে গেলাম। ওই সময় অনেক বৃষ্টি ছিল। আর সকালবেলা আমি তাদের বাসার ছাদের উপরে গেলাম। বৃষ্টির মধ্যে এই অ্যালোভেরা গাছটি ছাদের উপর দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তখন আমি সাথে সাথে অ্যালোভেরা গাছের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই অ্যালোভেরা গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250619_094915.jpg

IMG_20250619_094817.jpg

IMG_20250619_094811.jpg

IMG_20250619_094748.jpg

লোকেশন

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WDkeV9VyKBz5Bu3NZTo6vZivF5GUXJBEVLvBH1h3HsRp1ZYBsgUduPRLsLxWo...xVSorX63jpdcQpgoYDtf9x3DN8TKARQ7rxQmPrgsaidU8vuBFtBs3xALA1CeVMSuoJvH9jBe1vBTGM7Jdi8hZqjc7ACVe9gifx8cRJZBRxp1hzRxHyfz4TnBUS.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

This photograph of yours is so touching that it is not easy to place in the heart. Thanks for sharing.