কালারফুল আট||১০% beneficiary to @beautycreativity.
'বিসমিললাহির রাহমানির রাহিম'
🎤হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ।আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আমি তোমাদের মাঝে বাংলাদেশের মানচিত্রের আর্ট নিয়ে হাজির হয়েছি। ছবি আর্ট করতে আমার বেশ ভালো লাগে তাই আমি প্রায়ই তোমাদের মাঝে নতুন নতুন ছবি আর্ট করার চেষ্টা করি।আশা করি দৃশ্যটি দেখে তোমাদের ভালো লাগবে।
![]() |
---|
প্রয়োজনীয় উপকরণ:
ক.আটপেপার
খ.পেনসিল
গ.রাবার
ঘ.কালো রঙের পেনসিল
ঙ.লাল রঙের পেনসিল
চ.সবুজ রঙের পেনসিল
ছ.নীল রঙের পেনসিল ও
জ. হলুদ রঙের পেন্সিল।
(১) প্রথম ধাপ: পেন্সিলের সাহায্যে কয়েকটি কালো চিহ্ন বা ডট চিহ্ন আঁকি।
![]() |
---|
(২) দ্বিতীয় ধাপ: এরপর পেন্সিলের সাহায্যে ডট চিহ্ন বা দাগ চিহ্ন চারপাশে বাংলাদেশের মানচিত্রের ছবির নকশা আঁকি ।
![]() |
---|
(৩) তৃতীয় ধাপ: এরপর পেন্সিল এর সাহায্যে ছবিটির মাঝখানে, আটটি জেলার নকশা আঁকি।
![]() |
---|
(৪) চতুর্থ ধাপ: সর্বশেষে কালো রংয়ের পেন্সিল, হলুদ রংয়ের পেন্সিল, সবুজ রংয়ের পেন্সিল, খায়েরী রঙের পেন্সিল এবং টিয়া রংয়ের পেন্সিল এর সাহায্যে ছবিটিতে ভালোভাবে রং করে নেই ।
![]() |
---|
আরএইভাবে আমি আমার বাংলাদেশের মানচিত্র আঁকার পদ্ধতি শেষ করি। তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। সবাইকে সালাম আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল আদাব। আর হ্যাঁ পোস্টটি ভাল লাগলে অবশ্যই আপ ভোট , শেয়ার, কমেন্ট করতে ভুলবে না কিন্তু।
😐পোস্টটি ভিজিট করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।
Device | Name |
---|---|
Android | Walton Primo H10 |
Camera | 16M Dual Camera📸 |
Location | Bangladesh |
Short by | @mdtouhidul |
লেখক পরিচিতি 🇧🇩:-
মো:তোহিদুল ইসলাম।বাংলাদেশের উত্তরবঙ্গ জেলা গাইবান্ধা থেকে সামান্য একজন মুক্তমনা ব্লগার।ব্লগ লিখতে ভাল লাগে তাই চেষ্টা করি কোয়ালিটিপুণ্য ব্লগ লিখতে।
The image display is quite good.
https://x.com/PrinceMaha50611/status/1842511578618536221?t=fR67FX6UekvnryXhnzjZbA&s=19