কালারফুল আট||১০% beneficiary to @beautycreativity.
"হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ।আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজও আমি বাংলাদেশের জাতীয় মাছ 'ইলিশ' আট নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি তোমাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
ক.একটি হার্ডবোর্ড
খ.আটপেপার
গ.পেনসিল
ঘ.রাবার
(১) প্রথম ধাপ: পেন্সিল দিয়ে একটি বাঁকা রেখা আঁকি।
![]() |
---|
(২) দ্বিতীয় ধাপ: তারপর পেন্সিল দিয়ে মাছটির শরীর ও লেজ এঁকে নিই।
![]() |
---|
(৩) তৃতীয় ধাপ: পেন্সিল দিয়ে মাছটির শরীর ও লেজটি এঁকে নেই।
![]() |
---|
(৪) চতুর্থ ধাপ: পেন্সিল দিয়ে মাছটির ডানা ও মুখ এঁকে নেই।
![]() |
---|
(৫) পঞ্চম ধাপ: কালো রঙের পেন্সিল এর সাহায্য মাছটির শরীরের রং করে নেই।আর এভাবেই আমি আমার মাছটি আঁকি। বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই। আর হ্যাঁ পোস্টটি ভাল লাগলে অবশ্যই আপ ভোট কমেন্ট করে জানাবে কিন্তু। সেই সাথে সবাই ভালো সুস্থ ও সুন্দর থাকবে এই প্রত্যাশায় এখানেই বিদায়।
![]() |
---|
Device | Name |
---|---|
Android | Walton Primo H10 |
Camera | 16M Dual Camera |
Location | Bangladesh |
Short by | @mdtouhidul |
লেখক পরিচিতি 🇧🇩:-
মো:তোহিদুল ইসলাম।বাংলাদেশের উত্তরবঙ্গ জেলা গাইবান্ধা থেকে সামান্য একজন মুক্তমনা ব্লগার।ব্লগ লিখতে ভাল লাগে তাই চেষ্টা করি কোয়ালিটিপুণ্য পোস্ট লিখতে।
ভালো হয়েছে। তবে প্রচেষ্টা আরও একটু বৃদ্ধি করতে হবে। শুভেচ্ছা
মাছের এই আর্ট টি অনেক ভালো করেছেন ভাই। অনেক ভালো লাগলো আপনার এই আর্ট টি আমার কাছে।